X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

দেবীর বিদায়ের আগে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

আতিক হাসান শুভ
২৪ অক্টোবর ২০২৩, ১৫:০২আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৫:০২

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন আজ। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবী দুর্গার চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে পুরান ঢাকার শাঁখারীবাজারের পূজামণ্ডপগুলো ঘুরে দেখা যায় বিবাহিত নারীদের সিঁদুর খেলার দৃশ্য। দেবীর চরণ থেকে সিঁদুর নিয়ে তারা একে অপরের মাথায় দেন। কেউ কেউ শেষবারের মতো দেবী দুর্গার সিঁথিতে লাগিয়ে দেন সিঁদুর। সারা দেশেই মায়ের প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্তের আরতি হিসেবে এই সিঁদুর খেলা হচ্ছে।

জানা গেছে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা মা দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন।

দেবী দুর্গার চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন নারীরা

শাঁখারীবাজারের পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেওয়া দিপ্তী সাহা ও প্রিয়া চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন, তারা যেন স্বামী সংসারে সবাইকে সুখে-শান্তিতে রাখেন প্রতিটি মুহূর্তে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকে সেই প্রার্থনাও করেছেন তারা।

তাঁতি বাজারের পূজামণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর লাগানো অনুশ্রী রানী বসু বলেন, ‘মাকে বিদায় জানাচ্ছি সিঁদুর দিয়ে। পূজার মাধ্যমে মায়ের কাছে স্বামীর মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করি। এই সিঁদুর পরেই দেবী আগামী বছর পুনরায় ফিরে আসবেন।’

এদিকে সিঁদুর খেলার পর পুরান ঢাকায় প্রতীমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের ঢল নেমেছে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে। দেবীকে বিসর্জনের বিষয়ে পুরান ঢাকার পূজা মণ্ডপের এক পুরোহিত জানান, দর্পণ বিসর্জনের মাধ্যমে মূলত সকালেই দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়। বিকালে শুধু আনুষ্ঠানিক শোভাযাত্রা করে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হয়।

/আরকে/
সম্পর্কিত
পূজার সময় গুরুতর আহত ৩ জন সুস্থ আছেন: মিটফোর্ড পরিচালক
বিএনপির সরকারের সময় মন্দিরে পাহারা লাগতো না: মির্জা আব্বাস
গোপালগঞ্জের শতাধিক স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক