X
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

নির্বাচন ঘিরে বাড়ছে প্রতারকদের উৎপাত

কবির হোসেন
২০ অক্টোবর ২০২৩, ১২:০৬আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১২:৪০

নির্বাচনের সময় ঘনিয়ে এলে মাঠের রাজনীতিতে সক্রিয় হন নেতাকর্মীরা। এ সময়ে সক্রিয় হয়ে উঠে বিশেষ একটি প্রতারক চক্রও। কেন্দ্র থেকে প্রান্তিক এলাকা পর্যন্ত দেখা যায় এই প্রতারকদের উৎপাত। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় ব্যবহার করে, তাদের সঙ্গে সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়া, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন-পদোন্নতি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করে চক্রটি। প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে নিচ্ছে তারা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এসব প্রতারক তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন মন্ত্রী-এমপি এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছে তারা, হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ।

র‍্যাব বলছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতারণায় লিপ্ত চক্রের সদস্যদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র‍্যাব ছাড়াও এসব প্রতারককে ঠেকাতে কাজ করছে অন্যান্য গোয়েন্দা সংস্থাও।

এমনই একজন প্রতারক আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়া (৩৯)। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সে মনোনয়ন বাণিজ্যের টার্গেট নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের নাম, মোবাইল নম্বর সংগ্রহ ও যোগাযোগ করে আসছিল। প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিভিন্ন ব্যক্তির পরিচয় ব্যবহার করে টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা করছিল ওই ব্যক্তি। বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা যাদের ক্ষীণ, তাদের টার্গেট করতো ওই প্রতারক। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে ৫০ থেকে ৩০০ কোটি টাকা দাবি করতো। দামি গাড়িতে করে বিভিন্ন অভিজাত হোটেলে বসে হতো চুক্তি। ইতোমধ্যে মনোনয়ন পেতে ১০ থেকে ১২ জনের সঙ্গে যোগাযোগ করেছে হানিফ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়া (৩৯) নামে ওই প্রতারককে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার আবু হানিফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। এই এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছিল এই প্রতারক।

র‍্যাব জানিয়েছে, আবু হানিফ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পরিবারের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়ন প্রাপ্তির মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করে আসছিল। এছাড়াও আবু হানিফ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন-পদোন্নতি, সরকারি চাকরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। সে প্রতারণা করার জন্য বিভিন্ন সময় নতুন নতুন কৌশল অবলম্বন করতো। এমনকি দেশ ও দেশের বাইরের বিভিন্ন বেনামি মোবাইল নম্বর দিয়ে প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে সে নিজেই অথবা চক্রের অন্য সদস্যদের মাধ্যমে মেসেজ আদান-প্রদান করতো। চ্যাটিংয়ে তারা আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলতো। তাদের মোবাইলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উল্লেখ করে নম্বর সেভ করা থাকতো।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছিল একদল প্রতারক। নির্বাচন সংশ্লিষ্ট জরিপ ও সেখানে সম্ভাব্য প্রার্থীদের এগিয়ে রাখার নাম করে এমপি মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল তারা। গত ২ অক্টোবর এমনই প্রতারক চক্রের মূল হোতাসহ তিন জনকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—নোয়াখালী জেলার সুধারাম থানার বিনোদপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে ও প্রতারক চক্রের মূল হোতা জাহাঙ্গীর হোসেন (৩৬), একই থানার নুয়ারনই গ্রামের বাহার মিয়ার মেয়ে তাছলিমা খাতুন (৩২) ও একই জেলার বেগমগঞ্জ থানার মনপুরা গ্রামের আছান উল্লাহর ছেলে মো. ফয়জুল্লাহ (৩০)।

পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রটি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুয়া জনমত জরিপের কথা বলে, বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের মোবাইল নম্বর সংগ্রহ করে কল দিতো। যোগাযোগ করে মনোনয়ন প্রত্যাশীদের বলতো জনমত জরিপে তাদের এগিয়ে রাখবে। এ কথা বলে অর্থনৈতিক সুবিধা চাইতো। এসময় তারা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিতো।

নির্বাচনকে কেন্দ্র করে যেসব প্রতারক সক্রিয় হয়ে উঠেছে তাদের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, যেকোনও প্রতারকদের বিরুদ্ধে পুলিশ সবসময় সোচ্চার রয়েছে। প্রলোভনে পড়ে যদি কেউ প্রতারিত হচ্ছেন বলে মনে করছেন, সঙ্গে সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। নিজেদেরও সতর্ক থাকতে হবে। শুধু নির্বাচনকেন্দ্রিক না, প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান।

এ প্রসঙ্গে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রী-এমপি এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে যারা অর্থ আত্মসাৎ করছে এমন প্রতারক  চক্রের সদস্যদের ওপর র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। তিনি বলেন, যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন, জনগণের ভোটে আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হবেন, তাদেরও সতর্ক থাকতে হবে। এই ধরনের প্রতারকদের খপ্পরে যেন তারা না পড়েন সেদিকে সতর্ক থাকতে হবে। মিথ্যা আশ্বাসে মনোনয়ন প্রত্যাশীরা যেন প্রলুব্ধ না হন সেদিকে সতর্ক থাকতে হবে।

র‍্যাবের মুখপাত্র আরও বলেন, কেউ এ ধরনের মিথ্যা আশ্বাস দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। এছাড়া মনোনয়ন প্রত্যাশীরা যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণে অনেক সুবিধা হবে। এ ধরনের প্রতারকদের ধরতে র‍্যাবের গোয়েন্দাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে। যারা এ ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বনশ্রীতে নারী সংবাদকর্মীকে হেনস্তা, গ্রেফতার ৩
‘ফাঁকা বাসা-বাড়িতে চুরি-দস্যুতা ঠেকাতে সজাগ আছে র‍্যাব’
ঈদ ঘিরে নাশকতার আশঙ্কা, বিশেষ সতর্কতায় আইন-শৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ এপ্রিল, ২০২৫)
বাড়ি ফেরার পথে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম
বাড়ি ফেরার পথে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট