কানাডায় বাংলাদেশিদের অন্যতম প্রধান আবৃত্তি সংগঠন ‘বাচনিক’ এ বছর ১০ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১১ নভেম্বর দশম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করবে সংগঠনটি। এ অনুষ্ঠানে কবিতা ও আবৃত্তি শিল্পে অনবদ্য ভূমিকার জন্য এ বছর ছড়াকার লুৎফর রহমান রিটনকে ‘বাচনিক সম্মাননা-২০২৩’ দেওয়া হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাচনিক প্রতি বছরই কবিতা ও আবৃত্তি শিল্পে অনবদ্য ভূমিকার জন্য একজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দিয়ে আসছে। এবার কবি আসাদ চৌধুরী, হাসান মাহমুদ, দেলওয়ার এলাহী, রাশেদা মুনীর, রূমানা চৌধুরীর মতো ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বাচনিক উপদেষ্টা পরিষদ ও বাচনিক পরিবারের আবৃত্তিশিল্পীরা মিলে ‘বাচনিক সম্মাননা-২০২৩’ এর জন্য সমকালীন বাংলা সাহিত্যের বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটনকে মনোনীত করেছেন।
রিটন সত্তরের ছড়াকার হিসেবে আত্মপ্রকাশ করেন দাদাভাইয়ের হাত ধরে ১৯৭২ সালে, ইত্তেফাকের ছোটদের পাতা কচি-কাঁচার আসরের মাধ্যমে। যার শিশুতোষ ছড়া ও কবিতা বিংশ শতকের শেষভাগে জনপ্রিয়তা লাভ করে। ছড়া শিল্পের বিকাশে তার ধারাবাহিক অসাধারণ ভূমিকার জন্য তাকে নির্বাচন করা হয়েছে।