X
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

৩০০ টাকার স্ট্যাম্পে ‘ধারের’ কৌশলে কোটি টাকা আত্মসাৎ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৯:৪৭আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৯:৪৭

প্রতারণা করে লোকজনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. রাসেল মোল্লা ওরফে  আসাদুজ্জামানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ( ১৭ অক্টোবর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, গ্রেফতার রাসেল মোল্লা ওরফে আসাদুজ্জামান প্রতারণার মামলার আসামি। তিনি বাদীর কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্প করে ব্যবসার কথা বলে ধার হিসেবে ২০১৯ সালের ৩১ জুলাই ১২ লাখ টাকা নেন। পরবর্তীকালে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

সিআইডির এ কর্মকর্তা আরও জানান, আসামি রাসেল একজন পেশাদার প্রতারক। সে একই প্রক্রিয়ায় ভিকটিম  মোয়াজ্জেম হোসেন হিরুর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা, রিয়াজুল ইসলামের কাছ থেকে ২ লাখ ৬৩ হাজার টাকা, চৌধুরী অ্যান্ড সন্স-এর কাছ থেকে ৫ লাখ ১৮ হাজার টাকা, মল্লিক প্লাজার স্বত্বাধিকার ইমরান হোসেনের কাছ থেকে ৩৫ হাজার টাকা, মরিয়ম ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহমুদ সিকদারের কাছ থেকে ৫১ হাজার টাকা, সৈনিক জাকির হোসেনের কাছ থেকে ২৭ হাজার টাকা, টিকে ট্রেডিংয়ের কাছ থেকে ৯ হাজার টাকা, হাওলাদার আয়রনের কাছ থেকে ৮৬ হাজার টাকা, দুলাল স্টোরের কাছ থেকে ২৫০০ টাকা এবং আরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সর্বমোট ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।

রাসেল মোল্লার বিরুদ্ধে ছয়টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় এক বছর করে সাজা পরোয়ানা এবং তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে। গ্রেফতার এড়ানোতে সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
ইয়াবাসহ ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার
নারী সাংবাদিককে হেনস্তার মামলায় ৩ জন কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ এপ্রিল, ২০২৫)
বাড়ি ফেরার পথে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম
বাড়ি ফেরার পথে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট