X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

কলাকেন্দ্রে ‘গতি ও অগতির বচন’ প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ২০:৪২আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২০:৪২

শিল্পীদের দ্বারা পরিচালিত কলাকেন্দ্রে শিল্পী তানভীর পারভেজের একক প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার (১৩ অক্টোবর) থেকে। রাজধানীর লালমাটিয়ায় ‘গতি ও অগতির বচন’ শীর্ষক এই শিল্পকর্ম প্রদর্শনী শুক্রবার সন্ধ্যা সাতটায় উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পী অধ্যাপক ঢালি আল মামুন এবং শিল্প সমালোচক ও শিল্পী  মোস্তফা জামান।

আয়োজকরা জানান, আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্পী তানভীর পারভেজের শিল্পকর্ম

এই প্রসঙ্গে শিল্পী তানভীর পারভেজ বলেন, বৈশ্বিক অবস্থা আমাকে আমার শিল্পকর্ম তৈরি করতে ইন্ধন জোগায়। দৃশ্যত বাস্তবতার এই রূপক উপস্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ছায়া অর্থাৎ আলোকে বাধা দিয়ে যার জন্ম এবং যার নিজস্ব কোনও গতি নেই, অন্যের গতিতে যার চলন। উপস্থাপন করা হয়েছে মস্তিষ্কহীন মানববোধের অনুরণন যাকে স্পর্শ করতে পারেনি। শিল্পকর্ম নির্মাণে ব্যবহার করা হয়েছে ফসিল কিংবা শুকিয়ে যাওয়া জীবাশ্ম যা ইতিহাস এবং হারিয়ে যাওয়া সময়ের সাথে সংযোগের সূত্র ধরিয়ে দেয়। শিশুদের খেলনার মতো করে ত্রিমাত্রিক কাইনেটিক অবজেক্টকে উপস্থাপনার মাঝে পণ্যায়নের ভোগবাদী বাস্তবতাকে বর্ণনা করা হয়েছে। ঘাসের দোলা আর পাখির ডানায় মানুষের নিরুপায় গতিশূন্য জীবন তথা এলিয়েনেশনকে বর্ণনা করা হয়েছে। শিল্পী তানভীর পারভেজের শিল্পকর্ম

তিনি বলেন, ফরাসি দার্শনিক মিশেল ফুকোর মতো আমিও বিশ্বাস করি যে, শিল্পকর্মের কোনও পূর্ণাঙ্গ অর্থ নেই। উপস্থাপনের অভিনবত্বের ভেতর দিয়ে দর্শক এর অর্থকে সম্পূর্ণতা প্রদান করেন। অর্থাৎ শিল্পকর্মের ভাষা বা অর্থ তৈরি হয় দর্শক ও শিল্পকর্মের আলাপচারিতার মাধ্যমে।

 

/এসও/এমএস/
সম্পর্কিত
কোথাও বসাতে না পেরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য বিক্রি করলেন ভাঙারির দোকানে
ধানমন্ডিতে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা 
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
সর্বশেষ খবর
শিরোপার একেবারে কাছে লিভারপুল
শিরোপার একেবারে কাছে লিভারপুল
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক