X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

২৮ ঘণ্টা পর কৃষি মার্কেটে আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ড শুরুর প্রায় ২৮ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দিলো ফায়ার সার্ভিস।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তখনও বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল। পরবর্তীতে প্রতিটি দোকান এবং জায়গা তল্লাশি করে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে পুরোদমে আগুন নির্বাপণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে।

কৃষি মার্কেট আগুনে দুই শতাধিক দোকান পুড়ে ছাই (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৩ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৩টা ৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণ করতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে সার্চ করে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুরোদমে আগুন নির্বাপনের ঘোষণা দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিয অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার-এর সদস্যরা।

কৃষি মার্কেটে প্রতিটি দোকান চেক করে দেখার পর আগুন নির্বাপণের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস (ছবি: সাজ্জাদ হোসেন)

এর আগে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে শুরুর দিকে মার্কেটের নিরাপত্তা প্রহরীদের পাওয়া যায়নি। পরবর্তীতে কলাপসিবল গেট ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢোকেন। একদিকে যেমন পানির সংকট ছিল, অন্যদিকে উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী ধোঁয়ার কারণে কিছুটা আহত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে এমন ধারণা করা হচ্ছে। তবে তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে।

মোহাম্মদপুর কৃষি মার্কেট (ছবি: সাজ্জাদ হোসেন)

ঘটনাস্থলে দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর মোহাম্মদপুর কৃষি মার্কেটের প্রতিটি জায়গায় সার্চ করা হয়। যেহেতু এখানে টিন, কাঠ এবং বিভিন্ন ধাহ্য পদার্থ ছিল এবং একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ধারণা করা হচ্ছে এসি থেকে হতে পারে। কোথাও যেন কোনও ধরনের আগুনের ফুলকি পড়ে না থাকে সেজন্য অধিকতর সার্চ করার পর যখন ফায়ার সার্ভিস অবগত হয় আগুনের কোনও কিছু আর অবশিষ্ট নেই, তখনই নির্বাপণের ঘোষণা দেওয়া হয়।

/আরটি/এফএস/
টাইমলাইন: কৃষি মার্কেটে আগুন
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮
২৮ ঘণ্টা পর কৃষি মার্কেটে আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১
সম্পর্কিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত