X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পেট্রাপোল সীমান্তে যাত্রী ইমিগ্রেশনে চালু হলো অ্যাপ

রক্তিম দাশ, কলকাতা
০৩ আগস্ট ২০২৩, ১৮:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮:৫৭

সড়ক পথে পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য এতোদিন ঝড়-বৃষ্টি ও রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো যাত্রীদের। সরকারি এই নিয়মের কাজ শেষ করতে অধৈর্য হয়ে পড়তেন অনেকে। সেই অপেক্ষার দিন এবার শেষ হলো। বৃহস্পতিবার (০৩ আগস্ট) থেকে পেট্রাপোল সীমান্তে চালু হলো নতুন অ্যাপ।

‘যাত্রী সুবিধা’ নামের এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা এক সপ্তাহ আগে থেকেই তাদের স্লট বুকিং করতে পারবেন। আপাতত ১২টি স্লট চালু করা হয়েছে। এক একটি স্লটে ১০০ জন করে যাত্রী বুকিং করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করলে যাত্রীকে পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন সেন্টারে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে। সেই সময় অনুযায়ী যাত্রী ইমিগ্রেশন হাউজে হাজির হয়ে ওটিপি নম্বর দেখালেই তার ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের কাজ হয়ে যাবে।

ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে এই টাইম স্লট বুক করে পেট্রাপোল সীমান্তে আসা যাত্রীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। নির্ধারিত সময়ে লাইনে দাঁড়ালে দ্রুততার সঙ্গে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

এতোদিন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের যে কাজ সমাধা করতে যাত্রীদেরকে দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশন অফিসে অপেক্ষা করতে হতো, নতুন এই অ্যাপ চালু হওয়ার ফলে তা আর করতে হবে না। ফলে সময় সাশ্রয় হবে। নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় খুশি যাত্রীরা।

যেসব যাত্রী স্লট বুকিং না করে এই সীমান্তে আসবেন, তাদের টাইম স্লট বুকিং করে দেওয়ার জন্য সীমান্তে একটি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। চাহিদা অনুযায়ী আগামী দিনে টাইম স্লটের সংখ্যা বাড়ানো হবে বলে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে।

ফিতা কেটে অ্যাপটির উদ্বোধন করেন ল্যান্ডফোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র। সঙ্গে ছিলেন ম্যানেজার কমলেশ সাইনি। এদিন কমলেশবাবু বলেন, ‘আজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ইমিগ্রেশনের স্লট বুক করা যাবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।’

/আরআইজে/
সম্পর্কিত
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
বাংলাদেশি যুবককে ধরে বিএসএফের হাতে তুলে দিলো ভারতীয়রা
গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত