X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

অভিযানেও রাজধানীতে কমছে না ছিনতাইয়ের ঘটনা

রিয়াদ তালুকদার
১৮ জুলাই ২০২৩, ২২:০০আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২২:০০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় যখন ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রতিরোধে সর্বাত্মক অভিযান হচ্ছে, ঠিক এরই মধ্যে ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে ঘটছে মৃত্যুর ঘটনাও। ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হচ্ছে বাধাদানকারীদের। এ ছাড়া আহত হওয়ার ঘটনাও শঙ্কা বাড়াচ্ছে।

গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত বিশেষ অভিযান চলমান রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির। এই সময়ে গত ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীতে দুজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার পর ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্টরা বলছেন, চলমান অভিযানেও কমানো সম্ভব হচ্ছে না ছিনতাইয়ের ঘটনা। তবু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নজরদারি। কোনও ঘটনা ঘটলেই দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে। তবে জামিনে বেরিয়ে এসে অপরাধীদের অপরাধ প্রবণতা বেশ ভোগাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

রবিবার (১৬ জুলাই) রাতে গ্রিন রোডে বাসায় ফেরার পথে মিরপুর রোড-সংলগ্ন শেখ জামাল মাঠের পূর্বপাশে নার্সারীর সামনে ছিনতাইকারীর কবলে পড়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব ও তার বন্ধু রাইয়ান। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে দেওয়ার কথা বললে রাইয়ান তার ফোন ছিনতাইকারীদের দিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে রাকিব তার মোবাইল ফোন ও অন্যান্য জিনিস ছিনতাইকারীদের দিতে অপারগতা প্রকাশ করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। রাকিবকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে রাকিবের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

১ জুলাই ভোররাতে ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মস্থলে ফেরার পথে ফার্মগেট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার। এ সময় তিন থেকে চার জন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা মনিরুজ্জামানকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভিযানে ছিনতাই ও ডাকাতির চেষ্টার অভিযোগে ৬৭৯ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৩০৮টি।

পরিসংখ্যানে দেখা গেছে, ছিনতাই ও ডাকাতি চেষ্টার অভিযোগে জুলাইয়ের প্রথম ১৪ দিনে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় মামলা হয়েছে ১০৪টি। আটক বা গ্রেফতার করা হয়েছে ২৩৭ জনকে। মিরপুর বিভাগে দায়ের হওয়া ৫০টি মামলায় গ্রেফতার ১০৪ জন। রমনা বিভাগে ২৫টি মামলা আটক ৫০, লালবাগ বিভাগে ৫৫টি মামলা ৮৬, মতিঝিল বিভাগে ২৬ মামলায় ৬৩, ওয়ারী বিভাগের ১৫টি মামলায় ৩০ জন, গুলশান বিভাগে ১৭ মামলায় ৩৩ ও উত্তরা বিভাগে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। কোনও অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব নয়। তবে আমাদের মূল টার্গেট জনগণের মধ্যে স্বস্তি আনা। সেই উদ্দেশ্যেই অভিযান চালিয়ে যাচ্ছি।

ঢাকা শহরে যারা পেশাদার ছিনতাইকারী, পেশাদার চোর ও ডাকাতির সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

একদিকে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান, অন্যদিকে ছিনতাইকারীদের হাতে মৃত্যুর ঘটনা, এ বিষয়ে গোয়েন্দা সংস্থা কী ভাবছে, এমন প্রশ্নে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, রাজধানীর বস্তি এলাকাগুলোয় আমরা নজরদারি বাড়িয়েছি। এরই মধ্যে ৪০ থেকে ৫০ জনের মতো ডাকাতকে ধরেছি। ১০০-এর ওপরে ছিনতাইকারী ধরেছি। তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করছি। 

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন ফুটপাত অন্ধকার থাকে রোড লাইট না থাকায়। এ ছাড়া বিভিন্ন চায়ের দোকানের আশপাশে অন্ধকার থাকে। এসব জায়গায় পর্যাপ্ত আলো থাকলে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা এড়ানো সম্ভব। আর আমরা আমাদের গোয়েন্দা নজরদারি সব জায়গায় বাড়িয়েছি।

/এনএআর/
সম্পর্কিত
ইশরাক কি ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন?
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অজ্ঞাত যুবকের
মদপান করে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
দুর্ঘটনায় মারা গেছেন মা-বাবা, হাসপাতালে শিশু কন্যা
দুর্ঘটনায় মারা গেছেন মা-বাবা, হাসপাতালে শিশু কন্যা
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, রামপুরা থানায় মামলা
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
শাহজালাল বিমানবন্দরে অবৈধ বৈদেশিক মুদ্রা জব্দ 
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন