X
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

মধ্য বাড্ডায় বাসায় ঢুকে হাত পা বেঁধে ডাকাতি, থানায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ২০:৫৭আপডেট : ২৮ জুন ২০২৩, ২১:০৮

রাজধানীর মধ্য বাড্ডায় বাসায় ঢুকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় বাড্ডা থানায় মামলা হয়েছে। বাড়ির মালিকের ছেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার (২৮ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৭ জুন) বিকাল চারটার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট চার নম্বর রোডের দুই নম্বর বাসার তিন তলায় ডাকাতির ঘটনা ঘটে উল্লেখ করে বাড়ির মালিকের ছেলে ইশতিয়াক বাংলা ট্রিবিউনকে বলেন, সাত জন বাসায় ঢুকে ভয় দেখিয়ে সবার হাত-পা বেঁধে ফেলে। এ সময় আমার বাবাকে ভয় দেখানোর জন্য কোপ দিতে গেলেও কোপটি লাগেনি। বাসা থেকে ৩০ ভরির মতো স্বর্ণ এবং ১১ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

ডাকাতির ঘটনার সঙ্গে ভবনটির চারতলার ভাড়াটিয়ারা জড়িত থাকতে পারে অভিযোগ করে ইশতিয়াক আরও বলেন, ঘটনার পর থেকে ভাড়াটিয়াদের কেউ বাসায় নেই। ব্যাচেলর হিসেবে চলতি মাসের এক তারিখ নতুন ভাড়াটিয়া ওঠে। দুই-তিন দিন আগে ওই বাসায় আরও দুই তিন জনকে দেখতে পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। বাসার নিচে আমার ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার একটি কাজে আমি বাইরে ছিলাম। ডাকাতির ঘটনার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছেলে আমাদের বাসায় যায়। নক করার পর দরজা খুলে তাকেও হাত-পা বেঁধে ফেলে। সে একজনকে চিনতে পেরেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, রাজধানীর মধ্য বাড্ডায় ডাকাতির ঘটনায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি। ভুক্তভোগীদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। সে বিষয়গুলোও আমরা খতিয়ে দেখছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।

/আরটি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ট্রলারে ডাকাত দলের হামলা, নদীতে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
গরুর পাইকারদের সর্বস্ব লুটে নিয়ে সেই টাকায় কোরবানি দেয় তারা!
র‍্যাব-সাংবাদিক পরিচয়ে ডাকাতির অভিযোগ, হোতাসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
‘ব্যাংকের কথা এলে আতঙ্ক চলে আসে’
পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল পাস‘ব্যাংকের কথা এলে আতঙ্ক চলে আসে’
কদমতলীতে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
কদমতলীতে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
ফ্রান্স-বেলজিয়াম ম্যাচে ‘চাইল্ড মাসকট’ এক বাংলাদেশির গল্প
ফ্রান্স-বেলজিয়াম ম্যাচে ‘চাইল্ড মাসকট’ এক বাংলাদেশির গল্প
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের দুই নেতার মৃত্যু
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের দুই নেতার মৃত্যু
সর্বাধিক পঠিত
‘চুপ, একদম গুলি করে দেবো’
‘চুপ, একদম গুলি করে দেবো’
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সাদা ভাত খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
সকালে ঢেঁড়স ভেজানো পানি খেলে মিলবে এই ৫ উপকারিতা
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে
নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়নের ধাপ দেখানো হবে ইংরেজি বর্ণমালা দিয়ে