X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মধ্য বাড্ডায় বাসায় ঢুকে হাত পা বেঁধে ডাকাতি, থানায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ২০:৫৭আপডেট : ২৮ জুন ২০২৩, ২১:০৮

রাজধানীর মধ্য বাড্ডায় বাসায় ঢুকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় বাড্ডা থানায় মামলা হয়েছে। বাড়ির মালিকের ছেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার (২৮ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৭ জুন) বিকাল চারটার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাট চার নম্বর রোডের দুই নম্বর বাসার তিন তলায় ডাকাতির ঘটনা ঘটে উল্লেখ করে বাড়ির মালিকের ছেলে ইশতিয়াক বাংলা ট্রিবিউনকে বলেন, সাত জন বাসায় ঢুকে ভয় দেখিয়ে সবার হাত-পা বেঁধে ফেলে। এ সময় আমার বাবাকে ভয় দেখানোর জন্য কোপ দিতে গেলেও কোপটি লাগেনি। বাসা থেকে ৩০ ভরির মতো স্বর্ণ এবং ১১ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

ডাকাতির ঘটনার সঙ্গে ভবনটির চারতলার ভাড়াটিয়ারা জড়িত থাকতে পারে অভিযোগ করে ইশতিয়াক আরও বলেন, ঘটনার পর থেকে ভাড়াটিয়াদের কেউ বাসায় নেই। ব্যাচেলর হিসেবে চলতি মাসের এক তারিখ নতুন ভাড়াটিয়া ওঠে। দুই-তিন দিন আগে ওই বাসায় আরও দুই তিন জনকে দেখতে পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। বাসার নিচে আমার ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার একটি কাজে আমি বাইরে ছিলাম। ডাকাতির ঘটনার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছেলে আমাদের বাসায় যায়। নক করার পর দরজা খুলে তাকেও হাত-পা বেঁধে ফেলে। সে একজনকে চিনতে পেরেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, রাজধানীর মধ্য বাড্ডায় ডাকাতির ঘটনায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি। ভুক্তভোগীদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। সে বিষয়গুলোও আমরা খতিয়ে দেখছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।

/আরটি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এক ডাকাতের বাড়ি থেকে অস্ত্র-স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৪
সর্বশেষ খবর
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা