X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

মহল্লায় ঢুকলেই আদার দাম বেড়ে যায় ১০০ টাকা

আসাদ আবেদীন জয়
১৭ জুন ২০২৩, ১০:০০আপডেট : ১৭ জুন ২০২৩, ১০:০০

কয়েক দিন পরে ঈদুল আজহা। দেশজুড়ে চলছে কোরবানির পশু কেনাবেচার প্রস্তুতি। এরই মধ্যে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীয়া উচ্চমূল্য হাঁকিয়ে বিক্রি করছেন দরকারি এসব পণ্য। যার মধ্যে একটি হলো আদা। পাইকারি বাজার থেকে এই আদা যখন পাড়া-মহল্লায় মুদি দোকানে পৌঁছায়, তখন তার পার্থক্য হয়ে যায় ১০০ টাকা।

কোরবানি ঈদে স্বাভাবিকভাবেই আদা, রসুন, পেঁয়াজের চাহিদা অন্য সময়ের থেকে বেশি থাকে। কিন্তু ঈদ না আসতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে নিয়ে গেছেন ব্যবসায়ীরা। দাম নিয়ে ব্যবসায়ীদের কাছে নেই কোনও সদুত্তর। আর খুচরা ব্যবসায়ীরা অভিযোগ ছুড়ছেন পাইকারি ব্যবসায়ীদের দিকে।

পাড়া-মহল্লায় আদা ফেরি করে বিক্রি হয় ৩৬০ টাকায়, পাইকারি বাজারে যা ২৬০ টাকা

শুক্রবার (১৬ জুন) সরেজমিনে মিরপুর ১ ও ২ নম্বরের কাঁচা বাজার, পাড়া-মহল্লায় দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দরদাম। এসব এলাকার পাড়া-মহল্লায় ভ্যান গাড়িতে ফেরি করে আদা ৩৬০ টাকা, দেশি রসুন ১৪০ থেকে ১৬০, ভারতীয় রসুন ১৮০ ও পেঁয়াজ ৪০; দেশি পেঁয়াজ ৮০ এবং আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মিরপুর ১ এলাকার মোল্লা জেনারেল স্টোরের বিক্রেতা জানান, তিনি আলু ৪০ টাকা, দেশি পেঁয়াজ ৮০, ভারতীয় পেঁয়াজ ৫০ ও রসুন ১৮০ এবং আদা ৩৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। জানতে চাইলে তিনি বলেন, বেশি দামে কিনে আনতে হয়েছে তাকে।

মান ও আকারভেদে দেশি রসুন ৯০ থেকে ১২০ টাকা

ভ্রাম্যমাণ আলু-পেঁয়াজ বিক্রেতা মো. ইয়াসিন বলেন, দেশি পেঁয়াজ তো কমে বিক্রি করতে পারছি না। এখনও আমি ৮০ টাকা করেই বিক্রি করছি। আমার কেনা পড়েছে কেজি ৭০ টাকা করে। প্রতি কেজিতে দুই টাকা খরচ যোগ করে ৮০ টাকায় বিক্রি করছি।

গতকাল শুক্রবার পাইকারি বাজারে মান ও আকারভেদে দেশি রসুন ৯০ থেকে ১২০ টাকা এবং ভারতীয় রসুন ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। এ ছাড়া দেশি পেঁয়াজ ৬২ থেকে ৬৪ টাকা, আলু ৩২ টাকা, আদা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ক্ষেত্রে দেখা যায়, পাইকারি বাজার থেকে পাড়া-মহল্লায় দোকানে আদা পৌঁছাতেই ১০০ টাকার পার্থক্য চলে আসে।

ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা

পাইকারি বাজারে আদার দাম কেন এত বেশি, জানতে চাইলে আদার পাইকারি বিক্রেতা মো. রফিক মিয়া বলেন, বাজারে এখন বেশির ভাগই থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার আদা বিক্রি হচ্ছে। দেশি কোনও আদা নেই বাজারে, তাই হয়তো দাম বেশি। তিনি আরও বলেন, আমরা তো আসলে আনি শ্যামবাজার থেকে, তারাই মেইন ব্যবসায়ী।

এই বাজারের আরেক পাইকারি ব্যবসায়ী বলেন, কাঁচা পণ্যের দাম সব সময়ই ওঠানামা করে। আজ যে আদার দাম ২৬০ টাকা, কালকে সেটার দাম ১৫০ টাকায় নেমে যেতে পারে।

কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী সুমন জানান, তিনি আজ আদা ৩০০ টাকা, দেশি রসুন ১৫০ থেকে ১৬০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ১৬০ থেকে ১৭০ টাকা; দেশি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, আলু ৪০ টাকা দামে বিক্রি করছেন।

বাজারে এখন বেশির ভাগই থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার আদা বিক্রি হচ্ছে

তিনি আরও বলেন, আদার দাম এখন বেশি কারণ হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট করে তারা আদা আটকে রেখেছিল। এখন আমি বিক্রি করতে গেলে কত আদা যে নষ্ট বের হয়। এই নষ্ট আদা তো আমার লস করতেছে। আমি তো আর এগুলো বিক্রি করতে পারি না।

আরেক খুচরা বিক্রেতা আনোয়ার বলেন, আদার দাম এখন বেশিই চলছে। আসলে আমাদের কেনা বেশি, তাই আমরা বিক্রিও করি বেশি দামে।

বাজার করতে আসা আমিনুর রহমান বলেন, বাজারে সবকিছুর দামই বেশি। কম দামি বলতে কিছু নেই। আদার দাম প্রসঙ্গে তিনি বলেন,  কোরবানি ঈদে এমনিতেই আদা, রসুন, পেঁয়াজের চাহিদা বেশি থাকে। তাই এসব অত্যধিক দামে বিক্রি হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
আশাশুনিতে বিকল্প বাঁধে স্বস্তি, পানিবন্দি কয়েক হাজার মানুষ
ক্রেতাশূন্য বাজারে সবজির দাম চড়া
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
সর্বশেষ খবর
আশাশুনিতে বিকল্প বাঁধে স্বস্তি, পানিবন্দি কয়েক হাজার মানুষ
আশাশুনিতে বিকল্প বাঁধে স্বস্তি, পানিবন্দি কয়েক হাজার মানুষ
মাদক নিয়ে বিরোধে যুবককে হত্যা, বাবা-ছেলে আটক
মাদক নিয়ে বিরোধে যুবককে হত্যা, বাবা-ছেলে আটক
ঈদের আমেজ নেই তাদের জীবনে, অবহেলায় কাটে দিন
এটিএম বুথের নিরাপত্তারক্ষীঈদের আমেজ নেই তাদের জীবনে, অবহেলায় কাটে দিন
ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করলেন স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার
ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করলেন স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর