ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুরে হাফিজুর রহমান সোহান (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, পাগলা পূর্বপাড়া ইসলাম বাজার বটতলায় সোহানের সিমেন্টের ব্যবসা রয়েছে। যতটুকু জানতে পেরেছি, রসুলপুর এলাকায় জয়নালের গ্যারেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে জয়নালের ছেলেসহ কয়েকজন সন্ত্রাসী তাকে পথরোধ করে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজুর রহমান সোহান এক ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন। তার স্ত্রীর নাম উর্মি। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।