X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

নাথান বম কোথায়?

রিয়াদ তালুকদার
১৭ মে ২০২৩, ১৪:১৩আপডেট : ১৭ মে ২০২৩, ১৫:২৫

শান্তিকামী মানুষ, এমনকি যারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করছেন—তাদের ওপর হামলা, জিম্মি করে চাঁদা আদায়, এমনকি ব্রিজ ভাঙার মতো ঘটনা ঘটাচ্ছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। মূলত পার্বত্য এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তৎপর রয়েছে সংগঠনটি। আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যৌথভাবে সম্প্রতি তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। সংগঠনটির অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করছেন র‌্যাব কর্মকর্তারা। তবে কেএনএফের প্রধান সংগঠক নাথান বম এখনও ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে সে কোথায় আছে, এ ব্যাপারে কোনও তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কেএনএফের অস্ত্রধারী সদস্য সংখ্যা দুইশ’র মতো। তারা পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল এবং অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। কেএনএফের সঙ্গে জড়িত অনেকেই এখনও আইনের আওতার বাইরে রয়েছে। তারা বিভিন্নভাবে অবৈধ উপায়ে ভারী অস্ত্র সংগ্রহ করেছে। এসব অস্ত্র দিয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাও করেছে।

র‌্যাব বলছে, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে অর্থের বিনিময়ে পাহাড়ে প্রশিক্ষণ, অবস্থান, অস্ত্র সরবরাহ ও আশ্রয় দেওয়ার কারণে আলোচনায় আসে কেএনএফ। যদিও নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল কুকি চিনের সদস্যরা। সংগঠনটির ১৭ জন সদস্য এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে একে-৪৭, একে-২২, আইইডি এবং বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, পাহাড়ি এলাকার ৬টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে কেএনএফ গঠিত। নাথান বমসহ সংগঠনের অন্যান্য সিনিয়র নেতা দেশের ভেতরে বা বাইরে আত্মগোপনে রয়েছে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রেখেছে র‌্যাব।

নাথান বম কোথায়?

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, বেশ কয়েকজনের বিরুদ্ধে কুকি চিনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। অব্যাহত অভিযানের অংশ হিসেবে প্রাথমিকভাবে পাহাড়ে অবস্থান করা কুকি চিনের সদস্যদের প্রশিক্ষণ সেন্টারগুলো চিহ্নিত করে, সেগুলোতে অভিযান চালানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোর কার্যক্রম। অভিযান পরবর্তী সময়ে সংগঠনের সদস্যরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের ভূ-খণ্ডে অবস্থান করে যারা রাষ্ট্রবিরোধী বা আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সেটা কুকি চিন হোক বা কোনও জঙ্গি সংগঠন হোক–এই প্রক্রিয়া চলমান। কুকি চিনের কাছে যেসব অস্ত্র এসেছে, তা পাশের দেশগুলো থেকে সরবরাহ করা হয়েছে।’

সর্বশেষ বুধবার (১৭ মে) বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়ায় সেনাবাহিনীর টহল টিমের ওপর কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন। তারা চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, রুমা জোন (২৮) বী‌র ক্যাম্পের সৈ‌নিক মো. আলতাফ আহম্মদ ও মো. তৌহিদ। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাশেলুজ্জামান সেনা সদস্যদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুকি চিনের প্রধান নাথান বম কোথায়?
র‍্যাব বলছে, যখন অভিযান চালানো হয়, তখন বান্দরবানসহ পাহাড়ি এলাকায় অবস্থান করে জঙ্গি সংগঠন শারক্বীয়াকে প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছিল নাথান বম। শারক্বীয়ার সদস্যদের পাহাড়ে অবস্থানের সময় সরাসরি উপস্থিত থেকে সহায়তা করতো সে। তবে এখনও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। সে আত্মগোপনে চলে গেছে, নাকি গহিন পাহাড়ে অবস্থান করছে, এ বিষয়ে র‌্যাবের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই।

/আরকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদী ভাঙন রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
নদী ভাঙন রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
পোপের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
পোপের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ