X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘মোখা’র প্রভাবে পানি বেড়েছে বুড়িগঙ্গায়

আতিক হাসান শুভ
১৪ মে ২০২৩, ২১:৩৯আপডেট : ১৪ মে ২০২৩, ২১:৩৯

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে বুড়িগঙ্গা নদীতে পানি বেড়ে গেছে। রবিবার (১৪ মে) সরেজমিন বুড়িগঙ্গা নদী ঘুরে দেখা যায়, গত দুই দিনের তুলনায় উচ্চতায় অন্তত চার ফুট বেশি পানি বেড়েছে বুড়িগঙ্গায়। এ নিয়ে কিছুটা উদগ্রীব সদরঘাট লঞ্চ টার্মিনালের বাসিন্দারা।

বুড়িগঙ্গার খেয়া ঘাটের মাঝি আব্দুস সাত্তার জানান, দুই দিন আগেও নদীতে পানি ছিল তিন হাত নিচে। কাল থেকে ধীরে ধীরে পানি বাড়ছিল। আজ সকালে দেখি পানি অনেক ওপরে উঠে আসছে। জানি না আর কত বাড়ে। তবে এ নিয়ে আমরা তেমন চিন্তা করছি না। পানি বাড়ায় একটা সুবিধা হয়েছে, নোংরা চলে গিয়েছে আর দুর্গন্ধ কম লাগছে। পানিও আগের চেয়ে পরিষ্কার হয়েছে।’

লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নৌ চলাচল স্বাভাবিক রয়েছে

লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নৌ চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় গতকাল থেকে সারাদেশের অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সরেজমিন ঢাকার একমাত্র নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যবেক্ষণ করে দেখা যায়, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনালের খেয়া ঘাটের অবস্থা আগের মতোই আছে। সবসময়ের মতো স্বাভাবিক অবস্থাতেই নৌকা চলাচল করছে।

নৌকা চলাচলের বিষয়ে সদরঘাটের মাঝি কামাল হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ করেছে কিন্তু নৌকা চলাচল বন্ধ করেনি। নদীতে পানি বেড়েছে, এ নিয়ে আমরা একটু চিন্তিত। তবে এতে কোনও অসুবিধা হচ্ছে না। বরং লঞ্চ চলাচল বন্ধ থাকায় নির্বিঘ্নে মনের সুখে নৌকা চালাতে পারছি।’

সদরঘাট এলাকার চিত্র

নৌকা দিয়ে নদী পারাপার হওয়ার জন্য সদরঘাটের খেয়াঘাটে এসেছেন সায়েম নামের এক যাত্রী। তার ভাষ্য, ‘আমার বাসা নদীর ওপারে। চাকরি করি এপারে। চাকরির সুবাদে প্রতিদিন নৌকা দিয়ে নদী পারাপার করা হয়। আজকের পরিবেশ একেবারেই শান্ত। লঞ্চের কোনও ঝামেলা নেই। তেমন কোনও হৈচৈ নেই। পানি বাড়ার কারণে নদীর পানি থেকে দুর্গন্ধ কম ছড়াচ্ছে। পানি বর্ষাকালের মতো স্বচ্ছ হয়ে গেছে।’

লঞ্চ চলাচল বন্ধ থাকলেও দূরদূরান্ত থেকে অনেক যাত্রী লঞ্চ টার্মিনালে এসে লঞ্চ চলাচল না করায় ফিরে যাচ্ছেন। টার্মিনালে আসা সাবেরা বেগম নামের এক যাত্রী বলেন, ‘লঞ্চ চলাচল বন্ধ যে তা আমি জানতাম না। আমি চাঁদপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি। জরুরি কাজে বাড়ি যাচ্ছি। এখন একটা ছোট পিকআপ পেয়েছি। সেটায় করে বাড়ি চলে যাবো। নয়তো আবার অনেক সময় লাগবে বাস স্ট্যান্ডে যেতে।’

/আরআইজে/
সম্পর্কিত
মিয়ানমারে ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ
মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর খাদ্য-চিকিৎসা সহায়তা
‘সম্বল ছিল একটা ঘর, তাও ভাঙলো তুফানে’
সর্বশেষ খবর
চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
বিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধবিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৩
ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৩
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ