রাজধানীর সবুজবাগে রিংকু সরকার (২৭) নামে এক গৃহবধূর মরহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ মে) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সবুজ বাগ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন।
তিনি বলেন, সংবাদ পেয়ে আজ সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন, কী কারণে করেছেন, বিষয়টি তদন্তধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।