X
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১

সময়মতো আদালতে আসতে বললেন বিচারক, শাকিবের জবাব ‘জি স্যার’

মহিউদ্দিন খান রিফাত
২৭ মার্চ ২০২৩, ১৫:১৮আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৮:২৬

টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (২৭ মার্চ) ১২টা ৫০ মিনিটে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে উপস্থিত হন তিনি। পরে জবানবন্দি দিতে কাঠগড়ায় ওঠেন শাকিব। বিচারক তাকে বলেন, সময়মতো আসতে হবে। আগের দিনই বলে দেওয়া হয়েছে কখন আসতে হবে। তখন শাকিব খান বলেন, জি স্যার।

এরপর বিচারক বলেন, এটা তো আপনার আইনজীবীর ভালো জানার কথা। এরপর শাকিব জবানবন্দি দিতে শপথ পাঠ করেন।

জবানবন্দিতে শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহ টেলিভিশনে আমার নামে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি হঠাৎ করে আসেন। হঠাৎ করে বক্তব্য দিয়ে পালিয়ে যান।’

তিনি বলেন, ‘‘রহমত উল্ল্যাহ বলেছেন, ‘অস্ট্রেলিয়া থেকে আমি দুইবার পালিয়ে এসেছি।’ অথচ অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে এ ধরনের কোনও অভিযোগ নেই। আমার নামে কোনও মামলাও হয়নি।’’

এরপর বিচারক বললেন, ঠিক আছে আপনি স্বাক্ষর করে যাবেন। আদেশ পরে দেওয়া হবে। এরপর শাকিব খান স্বাক্ষর করে আদালত থেকে বের হয়ে যান।

এর কিছুক্ষণ পর বিচারক মামলার আদেশ দেন। আগামী ৬ জুন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে উপস্থিত হয়ে এ মামলা করেন শাকিব খান। এ বিষয় শাকিবের আইনজীবী খায়রুল হাসান বলেন, ‘টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করেছি আমরা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।’

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি রহমত উল্ল্যাহ বাদী শাকিব খানের বিরুদ্ধে অপপ্রচার চালান যে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শিডিউল না দেওয়াসহ নানা অভিযোগ করেন তিনি। আসামি আক্রমণাত্মক, মিথ্যা বক্তব্য প্রদান করে শাকিব খানকে সামাজিকভাবে অপমান-অপদস্থ ও হেয়-প্রতিপন্ন করেন। আসামি নিজেকে প্রযোজক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে শাকিবের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামি মোহাম্মদ রহমত উল্ল্যাহ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মানসম্মানের তোয়াক্কা না করে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা পরিচয় ধারণ করে আক্রমণাত্মক, মিথ্যা তথ্য-উপাত্ত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে উল্লিখিত ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করেন। মামলার সাক্ষীগণ মানহানিকার ও মিথ্যা বক্তব্যগুলোর লিংক পাঠালে শাকিব মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীকালে শাকিব আসামি রহমত উল্ল্যাহর এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য জানার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন স্ট্যাটাস ডিজিটাল ডিভাইসে প্রচার না করার জন্য যোগাযোগ করেন। আসামি ক্ষিপ্ত হয়ে বলে যে ‘সমাজে তোর মানসম্মান রাখবো না। তোর ক্যারিয়ার ধ্বংস করে দেবো। ভবিষ্যতে তার চেয়েও ভয়াবহ বক্তব্য প্রকাশ করবো।’

এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে  চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়ক শাকিব খান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ পরে আসামি রহমত উল্ল্যাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এরপর শাকিব খান ডিজিটাল নিরাপত্তা আইনে রহমত উল্ল্যার বিরুদ্ধে মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে আসেন। বিচারক তাকে আজ সোমবার (২৭ মার্চ) সকালে আদালতে আসতে বলেন।

আরও পড়ুন-

ডিজিটাল নিরাপত্তা আইনে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা

প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা: অভিযোগে যা বলা হয়েছে

ধর্ষণের অভিযোগ তুলে আমার কাছ থেকে ডলার নেন রহমত উল্ল্যাহ: শাকিব খান

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

সাইবার ট্রাইব্যুনাল থেকে ফিরে গেলেন শাকিব খান

মামলা করতে আদালতে শাকিব খান

গোয়েন্দা কার্যালয়ে চার ঘণ্টা, বের হয়ে যা বললেন শাকিব

গোয়েন্দা কার্যালয়ে শাকিব খান

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
থানায় ‘বরবাদ’ টিম
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
ভারতে সাইবার প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফিরেই আর্সেনালের জয়ের নায়ক সাকা, হারলো ম্যানইউ
ফিরেই আর্সেনালের জয়ের নায়ক সাকা, হারলো ম্যানইউ
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
যদি জীবিত থাকি, বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো: ফজলুর রহমান
জেলা প্রশাসককে আইনের আওতায় আনার দাবি ছাত্র ইউনিয়নের
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরজেলা প্রশাসককে আইনের আওতায় আনার দাবি ছাত্র ইউনিয়নের
‘ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে’
‘ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে’
সর্বাধিক পঠিত
ধর্ষণের অভিযোগে আটকের পর থানা হাজতে ‘আত্মহত্যা’
ধর্ষণের অভিযোগে আটকের পর থানা হাজতে ‘আত্মহত্যা’
‘বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ অনন্য উদ্যোগ’
‘বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জ অনন্য উদ্যোগ’
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
চট্টগ্রামে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদ ও তার স্ত্রীকে আসামি করে মামলা
চট্টগ্রামে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদ ও তার স্ত্রীকে আসামি করে মামলা