রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় ট্রাক চাপায় মো. কুরবান হোসেন (৩০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। শনিবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘একটি মোটরসাইকেল তিন জন ছিলেন, ফরিদাবাদ স্কুলের পাশে ট্রাকের ধাক্কায় তারা মোটরসাইকেলটি নিয়ে পড়ে যায়। পরে মোটরসাইকেলের পেছনে থাকা কুরবানের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। অপর দুজন সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালক রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানান এসআই নুরুজ্জামান।
নিহতের ফুফাতো ভাই মো. সাদিকুর রহমান জানিয়েছেন, ‘কুরবান ব্যবসায়ী ছিলেন। আমি সংবাদ পেয়ে, পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাত ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।’
শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার কোলকাঠি গ্রামের আব্দুল হক ব্যাপারীর ছেলে কুরবান। বর্তমানে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার স্ত্রীর নাম নিতু আক্তার।