X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

জুয়ার বিজ্ঞাপন প্রচার, প্রত্যয় হিরনসহ তিন ইউটিউবার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৫

ইউটিউবের বিভিন্ন কনটেন্টে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রত্যয় হিরনসহ তিন ইউটিউবারকে গ্রেফতার করেছে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর।

রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ইউটিউবে চ্যানেল আজাইরা লিমিটেডের প্রত্যয় হিরন, চ্যানেল হামিদ মালসের আব্দুল হামিদ ও রায়হান।

পুলিশ বলছে, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচার চালিয়ে ভিডিও বানাতো গ্রেফতারকৃতরা। এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনও চালাতো। তারা নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওর ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনের সংলাপ দিতো। বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ান এক্সবেট, বাবু ৮৮, ক্রিকেকস নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি ১ লাখ ১০ হাজার টাকা করে নিতো। ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করতো আব্দুল হামিদ।

অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছেন একই সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেটার সাকিব আল হাসান। পরে তিনি চুক্তি বাতিল করতে বাধ্য হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তরের উপ-পুলিশ কমিশনার মো. তারেক বিন রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজাইরা লিমিটেডের একটি অনলাইন সিরিজ রয়েছে বদমাইশ পোলাপান নামে। সেই সিরিজের সিজন ফোর-এর প্রত্যেকটি এপিসোডে একটি স্লটে তারা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, অনলাইন জুয়াড়িরা দেশের বাইরে থেকে সেগুলো পরিচালনা করছে। ভারতীয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা বিভিন্ন জনপ্রিয় ইউটিউবার কিংবা অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো দেওয়ার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘আমরা এর আগেও দেখেছি অনলাইন জুয়া অনেক অপরাধের জন্ম দেয়। এগুলো থেকে পারিবারিক অশান্তি সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের অপরাধ ছড়িয়ে পড়ে।

/আরটি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যবসায়ীদের দখলে শহীদ মিনার, জুতা নিয়ে উঠছেন ক্রেতারা 
ব্যবসায়ীদের দখলে শহীদ মিনার, জুতা নিয়ে উঠছেন ক্রেতারা 
টিভিতে আজকের খেলা (৪ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ এপ্রিল, ২০২৫)
টটেনহামকে হারিয়ে চারে চেলসি
টটেনহামকে হারিয়ে চারে চেলসি
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
শহীদদের জন্য দোয়া মাহফিল করতে গিয়ে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী
সর্বাধিক পঠিত
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি