X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মোহাম্মদপুর থানায় এক বছরে ২১২৭ মামলা

কবির হোসেন
০৮ জানুয়ারি ২০২৩, ১০:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১০:০০

রাজধানীর মোহাম্মদপুর থানায় থানায় প্রায় সাড়ে ৪ লাখ লোকের বসবাস। ধানমন্ডি পূর্ব, ধানমন্ডি পশ্চিম বসিলা ব্রিজ, সাদেক খান পেট্রোল পাম্প, সুইচ গেট থেকে তুরাগ বালু নদী পর্যন্ত সীমানা নিয়ে গঠিত। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় রাজধানীর অন্যান্য থানার তুলনায় এখানে মামলা ও জিডির সংখ্যা বেশি। মাদক কারবার, মাদক সেবন, দস্যুতা এবং নারী নির্যাতনের ঘটনায় মামলা বেশি হচ্ছে এ থানায়।

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২২ সালে মোহাম্মদপুর থানায় মোট মামলা হয়েছে ২১২৭টি। এর মধ্যে শুধু মাদক সংশ্লিষ্টতায় হয়েছে ৯৯০টি। দস্যুতার চেষ্টা ৪২০টি, চুরি ১৩টি, নারী নির্যাতন ৮৩টি, নারী ও শিশু ধর্ষণ ১৯টি, নারী ও শিশু অপহরণ ১০টি, ডিজিটাল ১০টি, প্রতারণা ৭টি, অস্ত্র ৭টি, মানবপাচার ৪টি, সড়ক পরিবহন ৫টি, টেলিযোগাযোগ ৪টি, সন্ত্রাস দমন ৪টি, দ্রুত বিচার ১০টি, বিশেষ ক্ষমতা ৭টি, দস্যুতা ২২টি, মানি লন্ডারিং একটি, পুলিশ আক্রান্ত একটি। এ ছাড়াও অন্যান্য আরও ৩১৫টি মামলা হয়েছে।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণে ধানমন্ডি যেতে সড়কের পাশেই সরকারি শারীরিক শিক্ষা কলেজের বিপরীত পাশে মোহাম্মদপুর থানার অবস্থান। থানার প্রথম ফটকেই ঢুকতেই চোখে পড়বে জব্দ করা শত শত মোটরসাইকেল। লম্ব আকৃতির চারতলা বিশিষ্ট ভবনে চলে থানার সব কার্যক্রম। থানা ভবনের নিচতলায় রয়েছে নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ডেস্ক  সার্ভিসের কক্ষ; ডিউটি অফিসারদের কক্ষ; থানার হাজতখানা; অফিসার ইনচার্জের (ওসি) কক্ষ। দ্বিতীয় তলায় রয়েছে নামাজের স্থান; অন্যান্য দাফতরিক কাজের কক্ষ। তৃতীয় এবং চতুর্থতলা আবাসিক হিসেবে ব্যবহার করছেন থানার কর্মকর্তা-কর্মচারীরা।

থানায় মোট ১৯৬ জনের পুলিশের একটি টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের মধ্যে পুলিশ পরিদর্শক তিন জন, এসআই ৩৮ জন, এএসআই ৪২ জন, কনস্টেবল ৮২ জন রয়েছেন। এ ছাড়া আনসার রয়েছেন ৩১ জন।

বিকাল ৪টার দিকে মামুন নামে একজন রাইড চালক থানায় আসেন জিডি করতে। তিনি বলেন, ‘যাত্রী সকালে আমাকে নেয় গুলশান যাবে বলে। পরে গুলশান থেকে নিউ মার্কেট,  রাজধানীর বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যায়। কাজ সেরে দুপুর ২টার দিকে মোহাম্মদপুর এসে গাড়ি থেকে নেমে যায়। ভাড়া আসে ৮০০ টাকা। ভাড়া চাইলে আমাকে ফোন নম্বর দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলে আর আসেনি। সারাদিন কিছু খাইনি। অসহায় হয়ে কোনও উপায় না পেয়ে থানায় এসেছি জিডি করতে, যেন পরে আর কারও সঙ্গে সে এমন কাজ না করে।’

সন্ধ্যা সাড়ে ৬টায় তাজমহল রোড এলাকা থেকে শ্বশুরকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করতে এসেছেন জাহিদ আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার বাসার নিচে একটা দোকান আছে, সেটি ২০১৪ সাল থেকে ভাড়া দিয়ে রেখেছি। গত ছয় মাস ধরে ভাড়াটিয়া আর ভাড়া দিচ্ছে না। আমি দোকান ছেড়ে দিতে বললে সে ছাড়ছেও না, বরং খারাপ লোকদের সঙ্গে নিয়ে আমাকে হুমকি দিচ্ছে এবং ভয় ভীতি দেখাচ্ছে। জীবনশঙ্কায় থানায় জিডি করতে আসলাম।’

এমন বহু ঘটনা প্রতিদিনই ঘটছে মুহাম্মদপুর থানা এলাকায়। এই ভুক্তভোগীদের মতো অনেককেই দেখা গেছে নানারকম অভিযোগ নিয়ে থানায় আসতে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরেজমিন থানায় অবস্থান করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এ প্রসঙ্গে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ থানার সবচেয়ে বড় সমস্যা হলো জেনেভা ক্যাম্প। আমাদের মূল চ্যালেঞ্জ জেনেভা ক্যাম্পকে নিয়ে। সেখানে ছোট্ট একটি জায়গায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। এ থানায় আরেকটি অরক্ষিত এলাকা হলো বেড়িবাঁধ এলাকা। বধ্যভূমির পাশেও কিছু অরক্ষিত জায়গা আছে। আমাদের টহল কিন্ত ২৪ ঘণ্টাই থাকে। জেনেভা ক্যাম্পের অধিবাসীরা কিন্তু বাংলাদেশের মূল স্রোতে এখনও আসেনি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর একটি অংশ চুরি, ছিনতাইয়ে সারাক্ষণ লিপ্ত থাকে। চুরি, ছিনতাই, মাদক মামলায় যাদের ধরি তাদের বেশির ভাগই জেনেভা ক্যাম্পের। সেখানে একসময় মাদকেরও ব্যবসা ছিল, এখন কিছুটা কমেছে।

‘এসব ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীদের তালিকা আমাদের কাছে আছে। আমরা নিয়মিত তাদের নজরদারিতে রাখছি। অনেকের নামে মামলা আছে, এর মধ্যে অনেকে গ্রেফতার হয়েছে। এ ছাড়া তাদের অনেকেই পলাতক রয়েছে। আমরা সেখানে যখন অপরাধীকে গ্রেফতার করতে যাই তখন দেখা গেছে, তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে।’

মামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অপরাধীরা সুযোগ বুঝে কাজ করে। পুলিশ ফোর্স যখন একটি স্পটে দায়িত্ব পালন করে আরেকটি স্পটের দিকে যায় সেই সময়ে তারা অপরাধমূলক কর্মকাণ্ড করে। আসাদ গেট ও শ্যামলীর দিকে মাঝেমধ্যে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে। থানায় বেশি মামলা হচ্ছে চুরি, ছিনতাই এবং মারামারি নিয়ে। ডাকাতি মামলা হয় কদাচিৎ। এ ছাড়া নারী নির্যাতন অন্যান্য থানার মতোই। আমাদের এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা মাঝে-মধ্যে দেখা দেয়। কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীদের তালিকা অনুযায়ী নিয়মিত খোঁজ নেওয়া হয় কারা কোথায় আছে, কতজন গ্রেফতার হয়েছে, কতজন পলাতক রয়েছে।’

জনবল সংকটের কথা জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘পুলিশের জনবল সংকট সব জায়গাতেই রয়েছে। আমাদের যে জনবল রয়েছে সেটি মোহাম্মদপুর থানার জন্য পর্যাপ্ত না। মোবাইল টিমে চার জন থাকে, সেখানে যদি আরও দুই জনকে দিতে পারতাম ভালো হতো। দৈনিক প্রত্যেককে ১২ ঘণ্টা করে দায়িত্ব পালন করতে হচ্ছে। সেখানে যদি ৮ ঘণ্টা দিতে পারতাম তাহলে পুলিশ সদস্য ও কর্মকর্তারা আরও বেশি এনার্জি নিয়ে কাজ করতেন। এর বাইরেও যেমন প্রধানমন্ত্রীর মুভমেন্ট, মামলার তদন্ত কাজে এই ১২ ঘণ্টার বাইরে অতিরিক্ত কাজ করতে হয়।’

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘মোহাম্মদপুর থানার চারদিকে নিম্ন আয়ের মানুষের বসবাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইগ্রেশন হয়েছে মোহাম্মদপুর এলাকায়, বিশেষ করে রায়ের বাজারের একটা অংশে। এদিকে জেনেভা ক্যাম্প, ঢাকা উদ্যানে বসবাসকারী অধিকাংশ পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যায় না। ফলে খুব সহজে তারা অপরাধে জড়িয়ে যায়। চোরদের বড় একটি অংশ জেনেভা ক্যাম্পকেন্দ্রিক। মাদক কারবার, মাদক সেবন, মারামারি, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটলেও সেগুলো আগের চেয়ে কমেছে।’

/এমএএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল