X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সুরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১৮:২০আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৮:২০

করোনার টিকা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইসিটি বিভাগ। সম্প্রতি এক শ্রেণির প্রতারক জনগণের সঙ্গে এটি নিয়ে প্রতারণা শুরু করেছে। বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, টিকার সনদ দিচ্ছে। এসব থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইসিটি বিভাগ।

মঙ্গলবার (১১ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন প্রতারকচক্র সাধারণ মানুষকে সুরক্ষা সিস্টেমের মাধ্যমে টিকার বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ প্রতারণা করে যাচ্ছে। কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য ডিজিটাল প্লাটফর্ম সুরক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি অধিদফতর) তৈরি করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদফতরকে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার জন্য কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

বিভিন্ন প্রতারকচক্র সুরক্ষা সিস্টেমের একাধিক ফিশিং ক্লোন সাইট তৈরি করে সনদ জালিয়াতির চেষ্টা করে, যা পরিলক্ষিত হলে আইসিটি অধিদফতর বিটিআরসিতে অভিযোগের মাধ্যমে ক্লোন সাইট বন্ধ করে। প্রকৃত সুরক্ষা সিস্টেমের ঠিকানা www.surokkha.gov.bd। টিকা সনদের কিউআর কোড স্ক্যান করলে ওই ওয়েবসাইট ছাড়া অন্য কোনও ডোমেইনে গেলে সে সনদটি ভুয়া বা জাল।

প্রতারকচক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে নানারকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ প্রতারণা করার চেষ্টা করে যাচ্ছে। সাধারণ জনগণের প্রতি আইসিটি অধিদফতরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, প্রতারকচক্র থেকে অধিক সতর্ক হওয়ার জন্য। আইসিটি বিভাগের আহ্বান—সরকারের গুরুত্বপূর্ণ নাগরিক সেবা প্রদানে সহায়তা করুন। অনিয়ম বা প্রতারণা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

উল্লেখ্য, সুরক্ষা সিস্টেমে এখন পর্যন্ত কোনও ধরনের কারিগরি নিরাপত্তাজনিত সমস্যা হয়নি। সুরক্ষা সিস্টেম ব্যবহারের জন্য উন্মুক্ত করার আগে এটি এসকিউটিসি থেকে সনদপ্রাপ্ত। সিস্টেমটি সরকারের কেপিআই প্রতিষ্ঠান জাতীয় ডাটা সেন্টারে সুরক্ষিতভাবে সংরক্ষিত রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর বিভিন্ন সময়ে স্বাস্থ্য অধিদফতরের চাহিদা মোতাবেক সুরক্ষা সিস্টেম ব্যবহারের জন্য ইউজার আইডি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মনোনীত প্রতিনিধির কাছে প্রদান করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের কোনও ব্যবহারকারীকে সরাসরি ইউজার আইডি দেয় না।

পাসওয়ার্ড ব্যবহার করে মনোনীত ব্যবহারকারী প্রতিবার সিস্টেমে লগইন করার সময় আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রদান করা ব্যবহারকারীর স্ব স্ব মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিশ্চিত করেই কেবল সিস্টেমে প্রবেশ করতে পারে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
করোনার টিকা নিয়ে ৪ বছর ধরে ‘অজানা রোগে’ ভুগছেন সাংবাদিক বিষ্ণু
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত