X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

সবুজ রূপ কমছে ঢাকায়, বাড়ছে বিপদ

মাহফুজ সাদি
০৯ আগস্ট ২০২২, ১২:০০আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২:২২

প্রায় দেড় কোটি জনসংখ্যার শহর ঢাকা বিশ্বের শীর্ষ ঘনবসতিপূর্ণ এবং শীর্ষ দূষিত শহরগুলোর একটি। বসবাসের অযোগ্য শহরের তালিকায় এর অস্থান বিশ্বে সপ্তম। এ জন্য সবুজের আচ্ছাদন কমে যাওয়া এবং কংক্রিটের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রয়োজনের তুলনায় সবুজ কমে যাওয়া নগরবাসীর জন্য বিপদ ডেকে আনছে।

সরকারি হিসাবে ঢাকার দুই সিটি নিয়ে পুরো শহরের আয়তন প্রায় ৩০৬ বর্গ কিলোমিটার, যা আগে ছিল প্রায় ১৩০ বর্গ কিলোমিটার। সর্বশেষ জনশুমারি (২০২২) অনুযায়ী, এই দুই সিটিতে মোট জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন। এর মধ্যে ঢাকা উত্তরে ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন এবং দক্ষিণে ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন। ঢাকা উত্তরে জনসংখ্যা বেশি হলেও দক্ষিণে ঘনবসতি সবচেয়ে বেশি, প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ২০১৯ সালের এক গবেষণা বলছে, ঢাকায় সবুজ আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট আয়তনের ৯ দশমিক ২ শতাংশ। গাছপালা থাকা এলাকার হিসাব করলে এটি আরও অনেক কম হবে। শহরটির মোট আয়তনের মধ্যে ৮১ দশমিক ৮২ শতাংশই কংক্রিট আচ্ছাদিত। বাকি এলাকার মধ্যে ৯ দশমিক ২ শতাংশ সবুজ আচ্ছাদিত, ৪ দশমিক ৬১ শতাংশ উন্মুক্ত স্থান এবং ৪ দশমিক ৩৮ শতাংশ জলাভূমি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৯৯ সালে ঢাকার সবুজ এলাকার পরিমাণ ছিল ৮ দশমিক ৯৭ বর্গ কিলোমিটার; যা ২০১৯ সালে এসে ১২ দশমিক ৩৩ বর্গ কিলোমিটার হয়েছে। তবে সার্বিবভাবে গত ২০ বছরে এই সবুজ এলাকা হ্রাস পেয়েছে ৩৭ শতাংশ। ঘনবসতিপূর্ণ ঢাকা সবুজ রূপ হারাতে থাকায় নগরবাসীর জন্য পরোক্ষভাবে ঝুঁকি তৈরি হচ্ছে।

যেসব কারণে সবুজ রূপ হারাচ্ছে ঢাকা, তার মধ্যে অন্যতম, অপরিকল্পিত নগরায়ণ, ইমারত ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সবুজের ওপর গুরুত্বহীনতা, কংক্রিটের পরিমাণ বৃদ্ধি, উন্মুক্ত স্থান ও জলাভূমি ব্যাপকভাবে কমে যাওয়া, নির্বিচারে বৃক্ষ নিধন এবং প্রাকৃতিক উষ্ণায়ন বৃদ্ধি। এ ছাড়াও নগরবাসীর সীমাহীন লোভ ও কংক্রিটের শোভা বর্ধনের কারণেও সবুজ ঢাকা ক্রমেই ফ্যাকাসে হয়ে যাচ্ছে।

পরিবেশবিদরা বলছেন, এসব কারণে এক সময়ের গাছপালায় ঘেরা ও সবুজে আচ্ছাদিত ঢাকার বিমল বায়ু পরিণত হচ্ছে দূষিত বায়ুতে। যা এই শহরকে বসবাসের অযোগ্য করে তুলেছে প্রতিনিয়ত। ঢাকার দুই সিটিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এদিকে নজর দেওয়া জরুরি। না হয় পরিস্থিতি আগামীতে আরও খারাপ হবে।

পরিবেশ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. কাজী জাকের হোসেন বলছেন, ‘কোনও জনপদের মোট ভূমির ২৫ শতাংশ গাছপালা থাকা প্রয়োজন। সেই হিসাবে জনসংখ্যার তিনগুণ গাছপালা থাকতে হয়। এ ক্ষেত্রে রাজধানী ঢাকার অবস্থা খুবই খারাপ, যা রীতি মতো চিন্তার বিষয়।’

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনসংখ্যা বাড়ছে, সেই অনুপাতে সবুজ বাড়ছে না। উল্টো কমছে। বাতাসে অক্সিজেনের পরিমাণ কমছে। তাপমাত্রা বাড়ছে। জনজীবনে এর প্রভাব পড়ছে। সবুজ আচ্ছাদন সংরক্ষণ করতে হবে। অন্যথায় নগরবাসীর জন্য ঝুঁকি বাড়বে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া দরকার।’

বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মো. মেহেদী আহসান বলেন, ‘২০১৯ সালের গবেষণায় যে চিত্র উঠে এসেছে, গত দুই বছরে তো পরিস্থিতির তার থেকে উন্নতি হয়নি; বরং আরও অবনতি হয়েছে। প্রতিনিয়ত সবুজ আচ্ছাদিত এলাকার পরিমাণ কমছে। উদ্যানগুলোর গাছ কাটা হচ্ছে, মারা যাচ্ছে। উন্মুক্ত স্থান ও জলাশয়ের পরিমাণ কমছে, যে টুকু আছে তাও রক্ষা করা হচ্ছে না।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এলাকায় গাছ লাগানো এবং সবুজ এলাকা আছে উল্লেখ করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যক্তিগত বাড়িগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে। অনুমোদিত ডিজাইন মানা হচ্ছে না। হাতিরঝিল ও গুলশান লেকের মতো জায়গাগুলোকে রক্ষা করা যাচ্ছে না। ২০ বছর মেয়াদি (২০১৬-২০৩৫ সাল) ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করা হলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেই। এটি বাস্তবায়ন করা সম্ভব হলে হয়তো পরিস্থিতির উন্নতি হতো।’

চলতি বছরের ২৩ জুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজউক প্রণীত ড্যাপ সংক্রান্ত সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি গেজেট আকারে প্রকাশের জন্য গেজেটের খসড়া অতিসত্বর মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকাকে বাঁচাতে হলে এখানকার সবুজ ও নীল নেটওয়ার্ক বাঁচাতে হবে। কারণ আমরা এই শহরটিকে কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করছি। এর তাপমাত্রা পাশের শহরগুলোর চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।’

তিনি আরও বলেন, ‘এটি প্রতিকারে উন্মুক্ত স্থানে সবুজায়নের বিকল্প নেই। রাজউক, সিটি করপোরেশন এবং বন বিভাগের নগর বনায়নের জন্য যৌথ কর্মসূচি থাকতে হবে। নগরীর সব ছাদকে বাগানে রূপান্তর করা গেলে কমপক্ষে ২ ডিগ্রি তাপমাত্র কমে আসবে। এ জন্য আমাদের সেভাবে কাজ করতে হবে।’

/আইএ/
সম্পর্কিত
শাহবাগ ফুল মার্কেটের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
শাহবাগ ফুল মার্কেটে আগুন
ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছেন মানুষ
সর্বশেষ খবর
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন
তারেক রহমান ও মির্জা ফখরুলের শোকআরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু
বছর শেষে জাতীয় নির্বাচনের দাবি জামায়াতের, তার আগে স্থানীয়
লক্ষ্মীপুরে জামায়াত নেতা রেজাউল করিমবছর শেষে জাতীয় নির্বাচনের দাবি জামায়াতের, তার আগে স্থানীয়
শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস
দীর্ঘ ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরুশিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস
সর্বাধিক পঠিত
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী
রফতানিতে সংকট নয়, সম্ভাবনা হিসেবেই দেখছে সরকার
রফতানিতে সংকট নয়, সম্ভাবনা হিসেবেই দেখছে সরকার