X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

পদ্মা সেতুতে মোটরসাইকেল কবে চলবে?

শফিকুল ইসলাম
০৪ জুলাই ২০২২, ২১:১৫আপডেট : ০৪ জুলাই ২০২২, ২৩:০৫

পদ্মা সেতুতে স্পিডগান ও সিসিটিভি স্থাপনের পরই মোটরসাইকেল চলাচলের অনুমতি দেবে সরকার। তবে এ কাজ যদি আগামীকালও সম্পন্ন হয়, তবু ১৩ জুলাই পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ নেই। কারণ, ঈদের আগে ও পরের সাত দিন অর্থাৎ ১৩ জুলাই পর্যন্ত এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল করতে পারবে না।

রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে পরিপত্র জারির পরই জানা যাবে নির্দিষ্ট তারিখ।

জানা গেছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে এ নিষেধাজ্ঞা চালু আছে।

সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাও গেছেন। এর পরেই সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আদেশ জারি করে সেতু বিভাগ।

এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সেতুতে স্পিডগান ও সিসিটিভি স্থাপনের পর মোটরসাইকেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২৮ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সব দফতরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ওই সময় প্রতিমন্ত্রী কোনও দিনক্ষণের কথা জানাননি। আবার কবে নাগাদ পদ্মা সেতুতে সিসিটিভি ও স্পিডগান বসবে সে বিষয়ে সরকারি কোনও মহলই কোনও পূর্বাভাস দেয়নি। শুধু জানানো হয়েছে সেতুতে এসব বসানোর কাজ চলছে।

গত ৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও জানিয়েছেন, ‘পদ্মা সেতুতে স্পিডগান ও সিসিটিভি বসানোর কাজ চলছে। এগুলো বাসানোর কাজ শেষ হলেই সরকার মোটরসাইকেল চলাচলের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুতে কৃত্রিম বৃদ্ধিমত্তার ক্যামেরা বসবে, স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর উনারা সিদ্ধান্ত নেবেন, কী করা যায়। 

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব আমান উল্লাহ নুরী জানিয়েছেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। এ সময়ে দেশের কোনও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না। জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে পুলিশকে জানাতে হবে। অবিলম্বে এ সিদ্ধান্ত জানিয়ে পরিপত্র জারি হবে।

এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে এবং প্রত্যেক জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ
দক্ষিণে স্বস্তির ঈদযাত্রা: পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ টোল আদায়
‘দক্ষিণবঙ্গের প্রবেশপথে’ যানবাহনের চাপ বাড়লেও বিড়ম্বনামুক্ত ঈদযাত্রা
সর্বশেষ খবর
প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ানকে শেষ ম্যাচেও পাচ্ছে না নিউজিল্যান্ড
প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ানকে শেষ ম্যাচেও পাচ্ছে না নিউজিল্যান্ড
মাদারীপুরে আগুনে পুড়েছে দুই বাড়ি, ১৮ দোকান ও তিন গোডাউন
মাদারীপুরে আগুনে পুড়েছে দুই বাড়ি, ১৮ দোকান ও তিন গোডাউন
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বৃদ্ধি
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বৃদ্ধি
‘আ.লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয়, আমাদের দাবি নির্বাচন’
‘আ.লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয়, আমাদের দাবি নির্বাচন’
সর্বাধিক পঠিত
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি