X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

আজই দোকান খুলতে চান নিউমার্কেটের ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৪:৫৮আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:২২

নিউমার্কেটের দোকানপাট খুলতে সবার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘আমরা দোকানপাট খুলতে চাই। সবার সহযোগিতা চাই। সংবাদ সম্মেলনের পর দোকান খুলে দিতে চাই।’

আজ বুধবার (২০) নিউমার্কেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদিকদের প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমার শান্তি চাই। শান্তির মধ্য দিয়ে পথ চলতে চাই। আমরা সবার সহবস্থানের মধ্য দিয়ে পথ চলতে চাই।’  

সংবাদিকদের প্রশ্নর জবাবে ব্যবসায়ী নেতা বলেন, ‘অ্যাম্বুলেন্সে আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিও অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে কবি, কোনও ব্যবসায়ী বা ছাত্র এ কাজ করতে পারে না। এ ঘটনায় স্পষ্ট প্রতীয়মান, এখানে তৃতীয় পক্ষ জড়িত। আমরা মনে করি, এখানে ব্যবসায়ীরা ছিল না, ছাত্রও ছিল না। জানি না তারা কারা!’ তিনি বলেন, ‘তারা উশৃঙ্খল জনতা। এখানে তৃতীয় পক্ষ ছিল, নিশ্চিত করে বলছি।’

সাংবাদিকদের ওপর দোকান মালিক-কর্মচারীদের হামলার বিষয়ে পদক্ষেপ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কর্মচারীরা তেমন লেখাপড়া জানে না। তারা যদি কোনও খারাপ আচারণ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

হকার উচ্ছেদের বিষয়ে জানতে চাওয়া হলে হেলাল উদ্দিন বলেন, ‘এটা আমাদের এখতিয়ার বহির্ভূত। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। প্রশাসন চাইলে ব্যবস্থা নিতে পারে।’

তিনি নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং সংঘর্ষে নিহত যুবকের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আহত একজন পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। এ দিন ওই রুটে সবধরনের গাড়ি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুই দিন সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকার সব দোকানপাট বন্ধ থাকায় ঈদ বাজারে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। ওই এলাকায় শান্তিপূর্ণ সহবস্থান ও দোকান খুলে দিতে বুধবার সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ীরা।   

 

/আইএ/
সম্পর্কিত
গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, প্যাডেল রিকশা ভাঙচুরের অভিযোগ
ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
সর্বশেষ খবর
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম 
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম 
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো