X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘আর ক্ষুধা-তৃষ্ণা নেই, অনশন ভাঙবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৯:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:০৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান অনশন আন্দোলন চলছেই। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় আন্দোলনকারীদের সহপাঠীরা সহমর্মী হয়ে তাদের অনশন ভাঙাতে আসেন।

অনশনের সপ্তম দিনের সন্ধ্যায় তাদের সহপাঠীরা অনশন ভাঙাতে এলে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘১৪৫ ঘণ্টা আমরা এখানে অনশন করছি, এখন আর ক্ষুধা-তৃষ্ণা নেই। এই উপাচার্য অনেকদিন আমাদের ভাগের খাবার খেয়েছেন। আরও কিছুদিন আমাদের ভাগেরটা খাক।’

অনশন ভাঙাতে আসা সহপাঠীরা তাদের অনশন ভেঙে নতুন করে আন্দোলন করার আহ্বান জানান। তাদের এক প্রতিনিধি বলেন, ‘আপনারা প্লিজ খাদ্য গ্রহণ করেন। আমরা সবাই মিলে মাঠে থেকে এই স্বৈরাচারী ভিসিকে সরাবো। এখানে একজন মরে গেলে আমরা নিজেদের কী করে বুঝাবো!’

এসময় এক অনশনকারী বলেন, ‘কেউ অনশন ভাঙতে চাইলে ভাঙতে পারেন, কিন্তু আমি ভাঙতে চাই না।’

অনশন ভাঙাতে আসা ওই সহপাঠী আন্দোলনকারীদের উদ্দেশে আরও বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখেন। উপাচার্য কে না নামিয়ে আমরা কোথাও যাব না। আমাদের খারাপ লাগছে।’

জবাবে অনশনকারীরা বলেন, ‘যারা হাসপাতালে আছেন তাদের সঙ্গে কথা বলার দরকার আছে। আমরা এই অবস্থান থেকে সরবো কিনা পরে জানানো হবে।’

এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকেও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাসের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধিদল অনশনকারী শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে আসেন বলে জানা গেছে। কিন্তু শিক্ষার্থীরা তা ফিরিয়ে দেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টি একটি ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা তাদের দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ এসে উদ্ধার করে। এরপর ওইদিন বিকালে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের প্রতিবাদ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। ধাওয়া-পাল্টার এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হন। এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
বাসে শাবির ছাত্রীকে হেনস্তা, সুপারভাইজারকে পুলিশে সোপর্দ
এক দশক পর শাবি ছাত্রদলে নতুন নেতৃত্ব, সভাপতি রাহাত সম্পাদক নাঈম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ৩২ দিন ছুটি
সর্বশেষ খবর
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
ছাত্রলীগ কর্মীর পিঠে পা দিয়ে অটোরিকশায় ঘোরানো হলো শহর, সঙ্গে উচ্চশব্দে গান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
বিএনপি কর্মী পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বাকরখানির দোকান
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার