X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আন্দোলনকারীদের ‘অর্থ দেওয়ায়’ ঢাকায় শাবির সাবেক ৩ শিক্ষার্থী ‘আটক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৪:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪:৩৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের খাবার ও চিকিৎসার জন্য ‘টাকা দেওয়ায়’ ঢাকায় বসবাসরত বিশ্ববিদ্যালয়টির সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জানুয়ারি) বিকালে উত্তরা এবং ফার্মগেট এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির টিম তাদের তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা। এদিকে আটক শিক্ষার্থীদের সিলেটে নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের একটি সূত্র। 

তিন জনের মধ্যে হাবিবুর রহমান স্বপন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে পাস করেছেন ২০১২ সালে। একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করেছেন রেজা নূর মঈন দীপ এবং নাজমুস সাকিব দ্বীপ।

হাবিবুর রহমানের বন্ধু রেজা সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, আমি যতটুকু হাবিবের কাছ থেকে শুনেছি আন্দোলনরত শিক্ষার্থীরা তার কাছে ফোন করে টাকা চেয়েছিল। সে বিকাশের মাধ্যমে ১০০০ টাকা পাঠিয়েছিল। এ ঘটনার জন্য সিআইডি একটি টিম সোমবার বিকালে উত্তরা আগোরার সামনে থেকে হাবিবকে এবং মঈনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। যখন তাদের সিআইডির টিম নিয়ে যাচ্ছে তখন সিআইডি টিমের সঙ্গে আমার কথা হয়। তারা আমাকে একটি কার্ড দিয়ে যোগাযোগ করতে বলে। তারা আমাদের জানায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, নাজমুস সাকিবের স্ত্রী নদী জানান, সাকিবের অফিস থেকে জানানো হয়েছিল সিআইডি সদস্যরা তাকে খুঁজছে। তার সঙ্গে কথা বলার জন্য তার বাসার ঠিকানা সংগ্রহ করেছে। এ বিষয়টি ঠিক নাকি ভুল, আবার কোনও প্রতারণার চক্কর কিনা, সেজন্য আমি আমার স্বামীকে থানায় পাঠাই। পরবর্তীতে জানতে পারি তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সিআইডির একটি টিম তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু গতকাল সিআইডির মালিবাগ সদর দফতরের সামনে গিয়েও কোনও হদিস মেলেনি তার।

তিনি আরও বলেন, শাহজালাল থেকে কয়েক শিক্ষার্থী তাকে ফোন করে কিছু টাকা সহায়তা চায়। পরবর্তী সময়ে সে বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠিয়েছিল। এটাই হয়তো তার অপরাধ হয়ে দাঁড়িয়েছে।

তবে সিআইডির বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও তাদের ‘গ্রেফতার’ কিংবা ‘জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা’র বিষয়ে তথ্য পাওয়া যায়নি। তুলে নিয়ে আসার সময় হাবিবুর রহমানের স্বজনদের পুলিশের এক কর্মকর্তা একটি কার্ড দিয়ে আসেন। পরে সেই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এদিকে সিলেট প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে সিআইডির একটি টিম রাজধানীতে আটক হওয়া শাবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের একটি সূত্র। শাবির ভিসিবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের টাকার যোগান দেওয়ার পেছনে আরও কারা আছে সে বিষয়টি খতিয়ে দেখতেই তাদের সিলেট আনা হচ্ছে। আটকদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় পুলিশের ওই সূত্র।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের টাকা যোগান দেওয়ার অভিযোগে সিআইডির একটি টিম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আটক করেছে বলে শুনেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য আটকদের সিলেটে নিয়ে আসছে সিআইডির একটি দল। এর বাইরে এখনই কোনও মন্তব্য করতে পারছি না। 

তবে বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। তিনি জানান, শাবির দুই শিক্ষার্থীকে সিলেটে নিয়ে আসছে সিআইডি পুলিশের একটি দল, এমন খবর নিশ্চিতে অনেকেই ফোন করছেন। তবে বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

 

/আরটি/ইউএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে এনসিপির কমিটি
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শিরোপার একেবারে কাছে লিভারপুল
শিরোপার একেবারে কাছে লিভারপুল
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক