আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে কাওয়ালি গানের আসর। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এই আসর। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের আয়োজনে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে কাওয়ালি সংগীত পরিবেশন করবেন ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ। এছাড়াও গান গাইবেন মুর্শিদি-ভাণ্ডারী ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল। অনুষ্ঠানের মূল কাওয়াল দল হিসেবে আসছেন ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা খাঁ ও তার দল। অনুষ্ঠানের আয়োজক আল আমিন রাকিব তনয় বলেন, কাওয়ালির এই আসর সবার জন্য উন্মুক্ত।