X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা নিয়ে বিভ্রান্তি: যা জানালেন আইনজীবীরা

বাহাউদ্দিন ইমরান
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫

উচ্চ আদালত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা দেন। আদালতে রিটকারী আইনজীবী ৯২টি নিবন্ধনপ্রাপ্ত নিউজ পোর্টালের বাইরে বাকিগুলো বন্ধের নির্দেশনা চাইলে দেখা দেয় বিভ্রান্তি। দেশে এ পর্যন্ত ৮৫টি অনলাইন পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। তাহলে ৯২ সংখ্যাটি এলো কোথা থেকে।

তথ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, দেশে এ পর্যন্ত মোট ৮৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এবং দৈনিক পত্রিকা যারা প্রকাশ করেন তাদের ৯২টিকে অনলাইন সংস্করণের অনুমতি দেওয়া হয়। দুটি দুই ক্যাটাগরির নিবন্ধন। তাহলে কোন বিষয়ে আদালতের নির্দেশনা চাইলেন জানতে চাইলে আইনজীবী বলেন, মূলত অনিবন্ধিত অনলাইন পোর্টালকেই বুঝানো হয়েছে। এখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। সুনির্দিষ্ট ৯২টি বাদে অন্যগুলো বন্ধ করে দিতে বললে আইনিভাবে নিবন্ধন পাওয়া ৮৫টিও ক্ষতিগ্রস্ত হতে পারে মনে করেন কিনা – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটি হওয়ার সুযোগ নেই। সংখ্যার বিষয়টি বিবেচ্য নয়, পোর্টালটি নিবন্ধিত নাকি অনিবন্ধিত সে দিকেই হাইকোর্ট আদেশ দিয়েছেন।

আইনজীবী রাশিদা চৌধুরী নীলু  বলেন, আমরা আজকে রিটের পক্ষে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন দাখিল করেছিলাম। ওই শুনানিতে আমরা আদালতে একটি তালিকা দাখিল করি। নিবন্ধিত নিউজ পোর্টালের সম্পূর্ণ তালিকা আমাদের কাছে না থাকায় আমরা একটা ‘নমুনা তালিকা’ জমা দেই। মূলত নিবন্ধিতদের পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট তালিকা বিটিআরসির কাছে রয়েছে। তাই হাইকোর্ট এ বিষয়ে যে আদেশ দিয়েছেন, তাতে করে সংখ্যার প্রতি গুরুত্ব দেওয়ার সুযোগ থাকছে না। মূলত যারা এখনও অনিবন্ধিত তাদের পোর্টালগুলো সাত দিনের মধ্যে  বন্ধ করতে হবে।

আরেক রিটকারী আইনজীবী জারিন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি বিভিন্ন নিউজ পোর্টালের নামে কিছু ব্যক্তি ডোমেইন ক্রয় করে এমনভাবে নিউজ বা নিউজের শিরোনাম পরিবেশন করছেন, যা অনৈতিক ও মানহানিকর। তাই এই রিট দায়ের করেছিলাম। রিটে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিলো।

তিনি বলেন, আমরা রিটের মাধ্যমে এমন নির্দেশনা চেয়েছিলাম যেন অনিবন্ধিতদের নিবন্ধনের আওতায় আনা হয়। এ বিষয়টি আমরা আদালতে আজ তুলে ধরি। আমাদের স্থগিত আবেদনের শুনানি নিয়ে আজ অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে নিউজ পোর্টালগুলো বন্ধ করে হাইকোর্টকে সম্পূরক আবেদন আকারে জানাতে বিটিআরসির চেয়ারম্যান এবং প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 
বাংলা ট্রিবিউনসহ ৩৪টি অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেলো

নিবন্ধনের অনুমোদন পেলো আরও ৫১ অনলাইন নিউজ পোর্টাল

/ইউআই/‌এমএস/
সম্পর্কিত
হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি
অনলাইন জুয়ার বিস্তার রোধে হাইকোর্টে রিট
বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’