সাভারের বিরুলিয়া গ্রাম এখন সুপরিচিত হয়ে উঠেছে গোলাপ গ্রাম নামে। তবে গোলাপ গ্রাম বলা হলেও এখানে গোলাপ ছাড়াও জারভারা, গ্লাডিওলাসেরও চাষ হয়। এই গ্রামে চাষ করা ৩০০টি গোলাপের দাম ৫০০ থেকে ৯০০ টাকা।
বলা হয়ে থাকে, ২০ থেকে ৩০ বছর ধরে এখানে গোলাপের চাষ হয়ে আসছে।
এখানে উৎপাদিত ফুল বিক্রি হয় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের খুচরা বাজারে।
বিরুলিয়া গ্রাম থেকে সরাসরি অটোরিকশায় করে আসা যায় এই গ্রামে। মিরপুর ১ অথবা ১০ নম্বর অথবা গাবতলী থেকে রিকশা সিএনজি করে দিয়াবাড়ি বটতলা ঘাটে আসতে হবে।এখান থেকে শ্যালো ইঞ্জিনচালিত বিভিন্ন নৌকা সাদুল্লাপুরের উদ্দেশে ছেড়ে যায়। অটোরিকশায় জনপ্রতি ভাড়া ২৫ থেকে ৩০ টাকা, অথবা নৌকায় লোকাল কিংবা রিজার্ভ করে যাওয়া যায়। নৌকার ভাড়া ৩০০ থেকে ৭০০ টাকা। নৌকায় করে বিরুলিয়া গ্রামে নেমে রিকশায় গোলাপ গ্রামে যেতে জনপ্রতি ভাড়া পড়ে ১০ থেকে ৩০ টাকা।পরিবার বা প্রিয়জন নিয়ে চাইলে একদিনেই গোলাপ গ্রাম ঘুরে আসা যায়।