X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ত্যাগীদের নিয়ে হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৩:০১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৩:০১

 

ত্যাগীদের নিয়ে হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা

 বিগত দিনে যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন, সক্রিয় ছিলেন, জীবন বাজি রেখে, জেল-জলুম উপেক্ষা করে, হামলা-মামলার তোয়াক্কা না করে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের পাশে কাটিয়ে বর্তমান কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমেদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল মাদানী। তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিল আহ্বান করে অচিরেই হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। 

মাওলানা ইউসুফ বলেন, হাটহাজারী মাদ্রাসার দায়দায়িত্ব ছিনিয়ে নেওয়া ও আল্লামা শফীর অস্বাভাবিক মৃত্যুর প্রায় মাসখানেক পর হেফাজতে ইসলামের নামে মামা-ভাগ্নের একটি অবৈধ কাউন্সিল করে সিন্ডিকেটের মাধ্যমে একটি অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে। অথচ বাবুনগরীর মামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দুই বছর আগে নিজেই হেফাজত থেকে পদত্যাগ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জাতীয় দৈনিকে তার পদত্যাগের সেই ভিডিও এখনো বিদ্যমান আছে। তিনি হেফাজতের কোনো দায়িত্বে না থাকলেও তারই আহ্বানে অবৈধ কাউন্সিলের মাধ্যমে গঠিত তথাকথিত এই কমিটিতে বাবুনগরীর পারিবারিক সদস্যই রয়েছে প্রায় ২২ জন। এছাড়া দুইটি রাজনৈতিক দলের একটির ৩৬ জন আরেকটির ২৪ জন সদস্যকে বিভিন্ন পদে পদায়িত করে হেফাজতকে একটি চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। আমীরের ইন্তেকালের পর শুরা নতুন আমীর নিয়োগ করবে, এখানে পুরো কমিটি ভেঙে নতুন করে কমিটি করার পেছনে উদ্দ্যেশ্য কী? তাহলে তো মহাসচিবের মৃত্যুর পর নতুন করে পুরো কমিটি গঠন করা প্রয়োজন। হেফাজতের নির্বাহী কমিটি তথা মজলিসে আমেলায় সিদ্ধান্ত গ্রহণ না করে এবং হেফাজতের গুরুত্বপূর্ণ ৭০ জন কাউন্সিলরকে দাওয়াত না দিয়ে সিন্ডিকেট করে যে কমিটি গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা এই অবৈধ কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি আরও বলেন, ‘আল্লামা শাহ্ আহমদ শফীর চরম বিরোধী ও বিদ্বেষী, মাজারপূজারী ভান্ডারীর প্রস্তাবে যিনি হেফাজতের আমীর হয়েছেন, তাকে এদেশের ধর্মপ্রাণ জনগণ মেনে নিতে পারে না। আমরা মনে করি, বর্তমান হেফাজত সিন্ডিকেটের মাধ্যমে একটি পকেট কমিটি গঠিত হয়েছে, যেখানে আল্লামা আহমদ শফীর মূল অনুসারী হেফাজতের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে বাদ দেওয়া হয়েছে।’

 

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
ভিওআইপি চক্রের মূলহোতা গ্রেফতার, দেড় হাজার সিম ও সরঞ্জাম উদ্ধার
সবজির বাজার ঊর্ধ্বমুখী, আবারও বাড়ছে অস্বস্তি
সর্বশেষ খবর
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
তামিমদের প্রতিবাদের মুখে হৃদয়ের শাস্তি পেছালো বিসিবি
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না