X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

দোকান উচ্ছেদ বন্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ১৪:২১আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৪:২১

ব্যবসায়ীদের বিক্ষোভ মানববন্ধন

ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর আন্ডারগ্রাউন্ডে থাকা দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল করছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা। সোমবার (২১ ডিসেম্বর) ফুলবাড়ীয়ায় উচ্ছেদ হওয়া দোকানের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। ১৯৯৭ সালে এই দোকানগুলো বরাদ্দ দিয়েছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ।

ব্যবসায়ীদের দাবি, আন্ডারগ্রাউন্ডে থাকা ৫৩৪টি দোকান বৈধ। এসব দোকানের ভাড়া তারা নিয়মিত নগরভবনে জমা দিচ্ছেন এবং প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্সও রয়েছ। কিন্তু কোনও নোটিশ ছাড়াই দোকানগুলো ভাঙা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

তবে সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের দাবি, আন্ডারগ্রাউন্ড বা পার্কিংয়ে এসব দোকানপাট নকশাবহির্ভূত অভাবে নির্মাণ করা হয়েছে। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের বিক্ষোভ মানববন্ধন

সোমবার দুপুর ১১টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদের নেতৃত্বে মার্কেটে আবারও অভিযান শুরু হয়। প্রতিবাদে বেলা ১২ টার দিকে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল বের করেন ফুলবাড়ীয়া সুপারমার্কেট-২ এর জাকের প্লাজা, নগর প্লাজা ও সিটি প্লাজার দোকানিরা। কিন্তু অভিযান অব্যাহত রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ।

জাকের প্লাজা ব্যাবসায়িক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, ১৯৯৭ সালের এই তিনটি প্লাজায় ৬৩৪টি দোকান অস্থায়ীভাবে বরাদ্দ দিয়েছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। ওই বরাদ্দপত্রে শর্ত ছিল, ব্যবসায়ীদের পুনর্বাসন করে পার্কিং উচ্ছেদ করতে হবে এবং ৩০ দিন আগে ব্যবসায়ীদের নোটিশ দিয়ে তা জানাতে হবে। কিন্তু সোমবার হুট করে পার্কিংয়ে অভিযান শুরু করেছে ডিএসসিসি। বিষয়টি নিয়ে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউ সময় দেয়নি।

নগর প্লাজার ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি তারা ২০২১ সালের জুলাই পর্যন্ত এই দোকানগুলোর ভাড়া সিটি করপোরেশনে জমা দিয়েছেন। কিন্তু ভাড়া নেওয়ার সময় উচ্ছেদের বিষয়ে তারা কিছুই জানায়নি। এভাবে গণহারে ব্যবসায়ীদের উচ্ছেদ করলে সবাইকে পথে বসতে হবে। অবিলম্বে ডিএসসিসির এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

ব্যবসায়ীদের বিক্ষোভ মানববন্ধন

 নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ বলেন, ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। ব্যবসায়ীদের কোনও দাবি বা কথা থাকলে মেয়রের কাছে বলতে হবে। মেয়রের নির্দেশনা ছাড়া তিনি এই অভিযান বন্ধ করবেন না।

গত ৮ ডিসেম্বর থেকে নকশাবহির্ভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি।

 

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত