X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কদমতলী থানার এসআই-সহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৬:৩৩আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৮:১৩

আদালত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কদমতলী থানার উপ-পরিদর্শক  (এসআই) নাজমুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

মামলার অপর আসামিরা হলেন—লাভোলা আইসক্রিমের এরিয়া ম্যানেজার উজ্জ্বল হোসেন ও  মার্কেটিং অফিসার সানাউল হক, জনৈক তরিকুল, জুবায়ের, সজীব, আলম, শামীম ও রবিউল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  ইয়াসমিন আরার আদালতে মামলাটি দায়ের করেন এমএসসি এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন। আদালত  বাদীর জবানবন্দি গ্রহণের পর ডিবি পুলিশকে এ মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী ইমরান হোসেন তাউফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি. এর সহযোগী প্রতিষ্ঠান লাভোলোর রেফ্রিজারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালে তার ভাইয়ের প্রতিষ্ঠান এমএসটি এন্টারপ্রাইজের নামে ৮৬ হাজার ৪০০ টাকা জামানত দেন। পরে ইমরান নিজেই ব্যবসা শুরু করেন। আইসক্রিম কোম্পানিটি ডাম্পিং সুবিধা দিয়ে গত বছর ২০ অক্টোবর পর্যন্ত আসামিরা বাদীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা অগ্রিম নেন। এছাড়া নষ্ট পণ্য বাবদ তার কাছ থেকে আরও ১৬ হাজার টাকা নেন। এরপর আইসক্রিম কোম্পানির মার্কেটিং অফিসার সানাউল হক পুনরায় বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর বাদী ৫০ হাজার টাকা না দিয়ে পণ্য সরবরাহ বন্ধ করে দেন। এরপর গত বছর ৩০ অক্টোবর বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠান কদমতলীর ঢাকা মেস নতুন কলোনিতে আসেন সানাউল হক ও এস আই নাজমুল। এরপর ইমরান হোসেনকে অপহরণ করে শ্যামপুর ইকোপার্কে নিয়ে আটকে রেখে মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে তার দোকানের চাবি নিয়ে যান। পরে দোকানে থাকা ৭৫ হাজার টাকা মূল্যের আইসক্রিম, নগদ এক লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চেক বই এবং দুটি ফ্রিজ আসামিরা নিয়ে যায়।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল