করোনাভাইরাসে আক্রান্ত দিনাজপুর জেলার সিনিয়র জেলা জজ আজিজ আহমেদ এবং তার স্ত্রী
মৌসুমি আক্তারকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (৯ আগস্ট) জরুরি ভিত্তিতে দিনাজপুরের সিনিয়র জেলা জজ আজিজ আহমেদ এবং তার স্ত্রী মৌসুমি আক্তারকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।