X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

‘দিনে ১০ হাজার টাকা দিলে ঘরে থাকবো’

হাসনাত নাঈম
০৪ জুলাই ২০২০, ১২:৫৪আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৭:৪৭

এলাকা থেকে বের হওয়ার জন্য পুলিশের সঙ্গে তর্ক করছেন এক ব্যক্তি স্বপন কুমার নবাবপুরে লাইটের ব্যবসা করেন। লকডাউন জানার পরও ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য শনিবার (৪ জুলাই) বের হয়েছিলেন। কিন্তু কোনোভাবেই বের হতে পারেননি ওয়ারী থেকে। উপরন্তু স্বেচ্ছাসেবকদের সঙ্গে তর্কে জড়িয়ে যান। বলেন, ‘২১ দিন ব্যবসা করতে না পারলে যে ক্ষতি হবে, সে টাকা কে দেবে? সরকার আমাদের চলাচলের জন্য পাসের ব্যবস্থা করুক। না হলে তো সম্ভব না। আমার প্রতিদিনের হাত খরচ ১০ হাজার টাকা। সরকার আমাকে প্রতিদিন ১০ হাজার করে টাকা দিক, আমি ঘর থেকে বের হবো না।’

শুধু স্বপন নয়, তার মতো ওয়ারীর অনেক বাসিন্দা এলাকা থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। করোনার সংক্রমণ রোধে শনিবার ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য এই লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরুর প্রথম দুই ঘণ্টায় সেভাবে লোকজন বের হতে দেখা না গেলেও সকাল ৯টার পর দেখা যায় ভিন্ন চিত্র। কেউ বলছেন চাকরিতে যাবেন, কেউ বলছেন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। এসব নিয়ে সার্ভিস গেটগুলোয় ভিড় করছেন তারা। কিন্তু স্বেচ্ছাসেবক ও পুলিশের কঠোর অবস্থানের কারণে এলাকায় কেউ প্রবেশ ও বের হতে পারছেন না।

এলাকা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছেন লোকজন ওয়ারীর হট কেক সার্ভিস গেটের বাইরে যাওয়ার জন্য অনেক হইচই করেন বাংলাবাজারে বইয়ের ব্যবসায়ী আমিনুল এহসান। পরে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,  ‘আমাকে কোনোভাবেই বাইরে যেতে দিতে দিচ্ছে না। বাংলাবাজারে আমার বইয়ের ব্যবসা, অনেক ক্ষতি হয়ে যাবে। এলাকার মধ্যে কোনও দোকান খোলা নেই। খালি সুপারশপগুলো খোলা। এলাকায় এখন লকডাউনের দরকার নেই। ওরা টাকা দিয়ে লকডাউন এনেছে।’

লকডাউন পরিস্থিতি নিয়ে ওই এলাকার স্বেচ্ছাসেবক হান্নান বলেন, ‘এলাকাবাসী সুবিধার্থেই লকডাউন করা হয়েছে। এজন্য আমরা কাউকেই বাইরে যেতে এবং প্রবেশ করতে দিচ্ছি না। যদি কেউ এলাকা থেকে একবারে বের হতে চায় তবে তার নাম এবং ছবি তুলে রেখে দিচ্ছি। ২১ দিন পরে লকডাউন শেষ হলেই তিনি এলাকায় প্রবেশ করতে পারবেন।’

ওয়ারী এলাকার পেট্রোল ইন্সপেক্টর আকতার বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আপনারা ও আমরা কেউই চেষ্টা কম করছি না। যদি লোকজন নিজ থেকে সচেতন না হয় তাহলে তো কিছু করার থাকবে না। এলাকায় প্রায় ৪৬ জন রোগী রয়েছে। সরকার চিন্তাভাবনা করেই এটাকে রেড জোন ঘোষণা করেছে। সরকারের যে চিন্তাভাবনা, রোগী কমিয়ে এনে সুস্থ অবস্থায় ফেরানো, এটাকে সবারই সহযোগিতা করা উচিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি লোকজনকে বুঝিয়ে ঘরে রাখার।’

আরও পড়ুন: 

ছবিতে ওয়ারীর লকডাউন

ওয়ারীতে ২১ দিনের লকডাউন শুরু 

যেভাবে লকডাউন হবে ওয়ারী

রাজাবাজারের অভিজ্ঞতা প্রয়োগ হবে ওয়ারীতে

/এইচএন/এসটি/এমএমজে/
সম্পর্কিত
ফুটওভারব্রিজের নিচে মূত্রত্যাগ, দুর্গন্ধে নাকাল পথচারী
শাহবাগে মেট্রোরেলের সিঁড়ির নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার
অবরোধ-বৃষ্টি-যানজটে রাজধানীবাসীর ভোগান্তি
সর্বশেষ খবর
সাবেক এমপি আনোয়ারুলের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি আনোয়ারুলের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক এমপি বাহারের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি বাহারের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি সুবিদের জমি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি সুবিদের জমি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম