X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সম্রাট, খালেদ ও জি কে শামীমের অভিযোগপত্র গ্রহণের শুনানি ২৭ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ০৭:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৮:০১

ঢাকা মহানগর দায়রা জজ আদালত ক্যাসিনোবিরোধী অভিযানে আটক যুবলীগের সাবেক দুই নেতাসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা আলাদা তিন মামলার বিচার কাজ চলবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। তারা হলেন, ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়া এবং ব্যবসায়ী জি কে শামীম ও তার সাত দেহরক্ষী। আগামী ২৭ নভেম্বর আসামিদের উপস্থিতিতে এসব মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ। মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে এই খবর নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার রাশেদ আহমেদ।
গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। ওই দিনই মতিঝিলের ইয়ংমেন্স ক্লাবে অভিযান চালানোর পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। ২০ সেপ্টেম্বর সাত দেহরক্ষীসহ আটক হন যুবলীগ নেতা ও ‘টেন্ডার কিং’ খ্যাত জি কে শামীম। আর গত ৬ অক্টোবর গ্রেফতার হন ইসমাইল চৌধুরী সম্রাট। গ্রেফতারের সময় প্রত্যেকের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।
অস্ত্র আইনে ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় রাজধানীর রমনা থানায়। এই মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।
এদিকে যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে গুলশানের অস্ত্র মামলায় অভিযোগপত্র দিয়েছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
এছাড়া রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব। গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক এ অভিযোগপত্র দাখিল করেন। এতে অভিযুক্ত সাত দেহরক্ষী হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

 

 

/টিএইচ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত