গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দুর্বাটি উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন মোহাম্মদপুর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস -এর সাব এজেন্ট হিসেবে ‘হজ ব্যবসা’ করছেন এবং প্রতি বছরই হজের সময় সৌদি আরব থাকেন বলে জানা গেছে।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ অক্টোবর) অধ্যক্ষের চাকরি ও তার ‘হজ ব্যবসা’ নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ।
অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের ব্যঘাত ঘটিয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান করার জন্য অধ্যক্ষের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা আগামী ১৭ নভেম্বরের মধ্যে অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।
মহাপরিচালকের চিঠির সূত্রে জানা গেছে, অধক্ষের ‘হজ ব্যবসা’ নিয়ে অভিযোগ করেন প্রশাসনের যুগ্মসচিব হুমায়ূন কবীর। এই অভিযোগ খতিয়ে দেখতে উদ্যোগ নেয় মাদ্রাসা শিক্ষা অধিদফতর। বুধবার (৩০ অক্টোবর) অধ্যক্ষকে নোটিশ পাঠিয়ে বিস্তারিত জানতেও চাওয়া হয়েছে।