সামনে ঈদ। স্বজনদের সঙ্গে ঈদের সময়টা কাটানোর জন্য গ্রামে ছুটে যান নগরবাসী। কিন্তু ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। মধ্যরাত থেকে টিকিট কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের। টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে সিরিয়াল দিয়ে কেউ পেপার পড়ছেন, কেউ ঘুমিয়ে নিচ্ছেন, কেউ মোবাইল ফোনে গান শুনছেন। ভোরে সেহরি থেকে শুরু করে বাকি সময়টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। কেউ কেউ জায়গা নিশ্চিত করতে বন্ধ কাউন্টারের উপরে উঠে বসেছেন। কাউন্টার খুললে প্রথম টিকিটটি নিতে চান তিনি। ঈদের সময় বাসে দীর্ঘ যানজটের মুখোমুখি হতে হয় ঘরেফেরা মানুষদের। সেই শঙ্কা কাটাতে ট্রেনের টিকিটের ওপর বাড়তি চাপ এসে পড়ে। গত ২২ মে থেকে টানা টিকিট দেওয়া হলেও লম্বা লাইন শেষ হয়নি এখনও।