X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

‘চেতনায় বাঙালি সংস্কৃতি, উগ্রবাদ নয় সম্প্রীতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৯, ১৬:০৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৬:১৪

রাজধানীতে পহেলা বৈশাখ উপলক্ষে সিটিটিসির শোভাযাত্রা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নেতৃত্ব দিয়ে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযানের বাইরেও ব্যতিক্রমী কর্মকাণ্ডে দেখা গেছে সিটিটিসির সদস্যদের। পহেলা বৈশাখ উপলক্ষে ‘চেতনায় বাঙালি সংস্কৃতি, উগ্রবাদ নয় সম্প্রীতি’ স্লোগানকে সামনে রেখে জনসেবা ও সচেতনতামূলক কাজে অংশ নিয়েছেন তারা।

রমনা বটমুলে আইজি জাবেদ পাটোয়ারী ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় আগত মানুষের মাঝে খাবার পানি, হাতপাখা, হেডব্যান্ড বিতরণ করতে দেখা গেছে সিটিসিটির সদস্যদের। এছাড়া, এসব এলাকায় বসানো হয় সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ডামি। অনেকে এসব ডামির পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

বর্ষবরণে আগতদের হাতে পানির বোতল তুলে দিচ্ছেন সিটিটিসির সদস্যরা সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে রমনা পার্কে সাব- কন্ট্রোল রুমের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র‌্যালির উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সিটিটিসি প্রধান মনিরুল ইসলামসহ সিটিটিসি এবং ডিএমপির পুলিশ সদস্যরা র‌্যালিতে অংশ নেন। কয়েকজন অভিনেতা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকেও এ র‌্যালিতে অংশ নিতে দেখা যায়।

সোয়াটের ডামির ছবি তুলছে একটি শিশু সিটিটিসি’র উপ-পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়মিত অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি নতুন বছরের শুরু থেকে এবার আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতার প্লাটফর্ম তৈরির কাজ শুরু করেছি। এরই অংশ হিসেবে আজ সিটিটিসির পক্ষ থেকে এসব আয়োজন করা হয়েছে। এছাড়া, এটি আমাদের প্রজেক্টেরও অংশ। সরকারিভাবে একটি প্রজেক্টও অনুমোদন হয়েছে। ভবিষ্যতে জনসচেতনতা তৈরিতে আরও বেশি করে এ ধরনের কাজ করা হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
পেশির ক্ষতি না করেই ওজন কমাবে ৪ সপ্তাহের এই কোরিয়ান ডায়েট
পেশির ক্ষতি না করেই ওজন কমাবে ৪ সপ্তাহের এই কোরিয়ান ডায়েট
মানবিক করিডরের আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে: চরমোনাই পীর
মানবিক করিডরের আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে: চরমোনাই পীর
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ