X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ঢাবি ক্যাম্পাসে এরশাদপন্থী ছাত্রসমাজকে ধাওয়া

ঢাবি প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৭:১৯আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৮:০৭





ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরশাদপন্থী ছাত্রসমাজকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। আগামী সোমবার (১১ মার্চ) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচারণা চালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দেন বামপন্থী এই ছাত্রজোটের নেতাকর্মীরা। শনিবার (৯ মার্চ) দুপুরে ক্যাম্পাসের মধুর ক্যান্টিন সংলগ্ন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
পরে এর প্রতিবাদ জানিয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা সংক্ষিপ্ত একটি বিক্ষোভ মিছিল করেন। কোনও তর্ক ছাড়াই ধাওয়া করা হয়েছে বলে জানান ছাত্রসমাজের নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রসমাজের ২০-২৫ জন নেতাকর্মী বেলা সোয়া ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে নির্বাচনি প্রচারাভিযান করতে আসেন। এ সময় তাদের লাঠি-সোঁটা নিয়ে ধাওয়া করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে এরশাদপন্থী নেতাকর্মীরা দৌড়ে চলে যায়।
মিছিল শেষে সমাবেশও করে মোর্চা এই ছাত্রজোট। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্র সংগঠনকে পুনর্বাসন করতে চাইছে। আমরা এটা কোনোদিন মেনে নেবো না। যখন ছাত্রসমাজ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তখন আমরা এর প্রতিবাদও জানিয়েছি। তারপরও প্রশাসনের নীরব ভূমিকার কারণে এসব সংগঠন ক্যাম্পাসে এসে প্রচারণা চালানোর বৈধতা পেয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান জিসান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছি। কিন্তু বামপন্থীরা আমাদের প্রচারণায় বাধা দিয়েছে। তারা আমাদের ধাওয়া দিয়েছে। প্রশাসনকে ঘটনাটি অবহিত করেছি। প্রশাসন আমাদের বলেছে নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য আমাদের সবার সহযোগিতা চেয়েছে। তাই আমরা বামপন্থী ছাত্রসংগঠনের কাউকে কোনও ধরনের আঘাত করিনি। কিন্তু তারা যে আচরণ আমাদের সঙ্গে দেখিয়েছে তা খুবই দুঃখজনক।’
পরিবেশ পরিষদের সভায় অলিখিতভাবে ছাত্রসমাজকে নিষিদ্ধ করার কথা বলে আসছে কয়েকটি ছাত্রসংগঠন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে নিষিদ্ধ করা হয়নি। এবারের ডাকসু নির্বাচনে ছাত্রসমাজ প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নকিবুল হাসান নিলয় এবং সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. মামুন ফকির। ছাত্রসমাজের প্যানেল থেকে শুধু এ দুটি পদে প্রার্থী রাখা হয়েছে।

/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
আট দফা দাবিতে একাডেমিক ভবনে তালা দিলেন রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা
বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী 
সর্বশেষ খবর
গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল
গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল
সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর
সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশ
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশ
কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত