X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রধর্ম প্রশ্নে আ.লীগ এক ধরনের আপস করেছে : নূহ-উল-আলম লেনিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭

নূহ-উল-আলম লেনিন আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেছেন, সংবিধানের ৩৮ এবং ৩৯ অনুচ্ছেদ পুনর্বহাল করা যায়নি। ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ এই জায়গায় আওয়ামী লীগকে একধরনের অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ করতে হয়েছে। ওই ধারাগুলো গ্রহণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দলগুলো আওয়ামী লীগকে ধর্মবিরোধী হিসেবে হিসেবে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করায় ওই অনুচ্ছেদগুলো পরিবরর্তন করা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে গেছে।  
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।

এ প্রসঙ্গে নূহ-উল-আলম লেনিন বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে, আমাদের এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল ও রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যে মানুষের অনুভূতিতে আওয়ামী লীগ চিত্রিত হয় ধর্মনিরপেক্ষ হিসেবে। ধর্মনিরপেক্ষতাকে চিত্রিত করা হয় ধর্মহীনতার নামান্তর হিসেবে। কাজেই আওয়ামী লীগকে এই জায়গায় কিছু নমনীয়তা গ্রহণ করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি কোনও ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে নই। আমি রাষ্ট্রধর্মের পক্ষে নই। ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ পুনর্বহাল করলে আমি খুশি হতাম। কিন্তু আমি আবার প্র্যাকটিক্যাল পলিটিক্সের অবস্থান থেকে দেখি যে, ইংল্যান্ডে রাষ্ট্র নিয়ে আইন আছে, কিন্তু সেটার কোনও কার্যকারিতা আছে? ইংল্যান্ডে রাষ্ট্রধর্ম আছে, সেটার কোনও কার্যকারিতা আছে? নেই। সুতরাং আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে জনগণের মনস্তত্ত্বকে বিবেচনায় নিতে হয়। সেটি বিবেচনায় নিয়ে তার মেইন ফোকাস যেটা রাজনীতিতে, সেই জায়গাটিকে যদি আমি নিবদ্ধ করতে পারি, তাহলে এগুলো কোনও প্রধান বিষয় হয়ে সামনে আসে না। সেটাই আমরা দেখেছি ৯০-এর পরে– জাহানারা ইমাম, সুফিয়া কামাল এবং শেখ হাসিনা এক মঞ্চে বসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু