X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ঢাবি ক্যাম্পাসে সব মতের উন্মুক্ত চর্চা নিশ্চিত করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

ঢাবি ক্যাম্পাসে সব মতের উন্মুক্ত চর্চা নিশ্চিত করার দাবি আসন্ন ডাকসু নির্বাচনে দেশের স্বাধীনতার পক্ষের সব সংগঠনের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টির দাবি করেছে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন। সংগঠনটির নেতারা বলেছেন, মুক্তি চিন্তার অভয়ারণ্য হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব মতের উন্মুক্ত চর্চা নিশ্চিত করতে হবে।

বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম বলেন, ‘আসন্ন ডাকসু নির্বাচনে ঢাবি ক্যাম্পাসে আদর্শবাদী, শুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠায় ইশা ছাত্র আন্দোলন ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। সে লক্ষ্যে আমরা ঢাবি ভিসি ও প্রক্টোরিয়াল বডির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি, বৈঠক করেছি। কিন্তু ডাকসু নির্বাচন কার্যক্রমে আমাদের ক্রমাগত উপেক্ষা করা হচ্ছে। মুক্তচিন্তা চর্চার অভয়ারণ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন পক্ষপাতদুষ্ট আচরণ আমাদের হতবাক করেছে।’

সম্ভাব্য ডাকসু ভিপি প্রার্থী ইলিয়াস হাসান বলেন, ‘প্রতিক্রিয়াশীল আচরণ করবেন না। আপনারা আপনাদের কথা বলুন, আমরা আমাদের কথা বলি। শিক্ষার্থীদের তাদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে দিন।’

ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, স্কুল সম্পাদক এম এম শোয়াইব, সদস্য কে এম শরীয়াতুল্লাহ, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ প্রমুখ।

 

/এসআইআর/এসএস/এইচআই/
সম্পর্কিত
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
আট দফা দাবিতে একাডেমিক ভবনে তালা দিলেন রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা