X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সা.সম্পাদক এনায়েত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২০:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৩৫





আবদুল বাতেন ও এনায়েত উল্যাহ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিদায়ী কমিটির সহ-সভাপতি আবদুল বাতেন বাবুকে সভাপতি এবং এনায়েত উল্যাহকে ফের সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) দুপুরে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। সংগঠনটির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সমিতির ৪০০ সদস্যের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৪০০ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। সভায় সংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে ত্রি-বার্ষিক নির্বাচন (২০১৯-২১) ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘কোনও মালিক বা চালক তার পরিবহন কন্ট্রাকে (চুক্তিভিত্তিক) চালাতে পারবেন না। লক্কড়-ঝক্কড় গাড়ি রাস্তায় নামবে না। চালক ও হেল্পারদের সচেতনতার জন্য সভা-সমাবেশ বা মতবিনিময় সভা করতে হবে মালিকদের। গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর জন্য যা যা করণীয় সবই করতে হবে। কোনও সদস্য যদি এসব কাজ না করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীর ফাঁদে পড়ে বেকায়দায় সরকারি কর্মকর্তা, গ্রেফতার ৪
নারীর ফাঁদে পড়ে বেকায়দায় সরকারি কর্মকর্তা, গ্রেফতার ৪
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন সম্ভব: গণতান্ত্রিক অধিকার কমিটি
কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন সম্ভব: গণতান্ত্রিক অধিকার কমিটি
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন