X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয়: জনসেবা আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৩

 

শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয়: জনসেবা আন্দোলন ‘আল্লামা আহমদ শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয় বরং নারীদের ইজ্জত-আব্রু ও নিরাপত্তার স্বার্থে। কিছু কুচক্রী মহল আল্লামা শফীর বক্তব্য অপব্যাখ্যা করে সমালোচনা করেছেন।’ অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জনসেবা আন্দোলন।

বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জনসেবা আন্দোলন মানববন্ধন করে এ দাবি জানায়।

মানববন্ধনে উপস্থিত হয় জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘আল্লামা আহমদ শফী ১১ জানুয়ারি হাটহাজারী মাদ্রাসার মাহফিলে বলেছিলেন, “মেয়েদের কলেজ-ভার্সিটিতে পড়তে হলে পর্দার সঙ্গে পড়াবেন নাহলে নারীদের জন্য স্বল্প শিক্ষাই যথেষ্ট।” এই বক্তব্যের অপব্যাখ্যা করে কিছু কুচক্রী মহল শফীর সমালোচনা করেছেন। আহমদ শফীর বক্তব্যের অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

ড. কামাল ও মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফী নারীদের ইজ্জত রক্ষার কথা বলার কারণে ড. কামালরা মামলা করতে চান। বাংলাদেশের শুধু ২০১৮ সালেই ৯৪২ জন নারী ধর্ষণের শিকার, তখন ড. কামাল, ইনুদের নারী দরদ ও মামলা কোথায় থাকে? আল্লামা শফীর বক্তব্য শুনে মির্জা ফখরুল হতবাক। কিন্তু যখন শিক্ষকের হাতে, স্কুল-কলেজের ক্লাস রুমগুলোতে ছাত্রদের হাতে ছাত্রীরা ধর্ষণের শিকার হয়, যাত্রাপথে বাস-ট্রেনে নারীরা ধর্ষণের শিকার হয় তখন কোথায় থাকে তাদের নারী দরদ?’

তিনি আরও বলেন, ‘আল্লামা শফী কয়েক যুগ ধরে হাদিস পড়াচ্ছেন। শেষ বয়সে এসে আপনাদের কাছ থেকে তার হাদিস শিক্ষা গ্রহণ করা লাগবে না।’

মানববন্ধনে মহাসচিব মাওলানা ইয়ামিন হুসাইন আজমী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ ও ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, হাসানুল হক ইনু, আফরোজা হক রিনা ও রৌশন আরা যৌথ বিবৃতিতে সংবিধানের ২৮ এর ২ ও ৩ দ্বারা উল্লেখ করে আল্লামা আহমদ শফীকে ইসলাম ও রাষ্ট্রদ্রোহী বলতেও দ্বিধাবোধ করেননি। তাদের বলছি সংবিধান মানব কর্তৃক রচিত। আর ধর্ম, স্রষ্টা কর্তৃক রচিত। অতএব ধর্ম সংবিধানের ঊর্ধ্বে।’

আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দায়িত্বশীলতার পরিচয় দিন। মুখ সামলে কথা বলুন। নতুবা পরিণতি ভালো হবে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুফতি আশিক জোবায়ের, মৌলানা আবুল কাশেম কাসেমী, আলহাজ মো. আজম খান, মাওলানা হোসাইন আকন্দসহ অনেকে।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাখন কীভাবে বানাবেন জেনে নিন
মাখন কীভাবে বানাবেন জেনে নিন
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম 
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম 
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো