X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি না চালাতে বিআরটি’র হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৮, ২২:৫০আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২২:৫৮

বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি না চালাতে বিআরটি’র হুঁশিয়ারি ফিটনেসবিহীন মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স কিংবা কাগজপত্র না নিয়ে মোটরযান না চালাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কেউ এই নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) নুর মোহাম্মদ মজুমদার (যুগ্মসচিব) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়কপথে দুর্ঘটনা এড়াতে ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ফিটনেসবিহীন মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি না চালানোর জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে বিআরটিএ কর্তৃপক্ষ অনেকবার বিজ্ঞপ্তি দিয়েছে। তারপরও ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত বিভিন্ন মোটরযানের কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করে অনেকে গাড়ি চালাচ্ছেন, যা বেআইনি। তাই জরুরিভিত্তিতে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য অনুরোধ করা হলো। সড়কপথে এসব গাড়ি নিয়ে চলাচল করলে সংশ্লিষ্ট মোটরযান রেজিস্ট্রেশন, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়, কিছু যানবাহনের মালিক ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স যাচাই না করে নিয়োগ দিচ্ছেন, যার ফলে সড়কপথে দুর্ঘটনাসহ নানা অপ্রীতিকর ও বেআইনি কর্মকাণ্ড হচ্ছে।’
বিআরটিএ'র বিজ্ঞপ্তিউল্লেখ, বিআরটি’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরী ও এর আশেপাশে ফিটনেসবিহীন মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোসহ মোটরযান অধ্যাদেশের অধীনে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এছাড়া ৬৪টি জেলার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এ সংক্রান্ত নিয়মিত অভিযানও পরিচালনা করা হচ্ছে। সড়কপথে শৃঙ্খলা ও নিরাপত্ত নিশ্চিত করতে এবং জেল জরিমানা এড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে গাড়ির কাগজপত্র (ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও অন্যান্য কাগজপত্র) হালনাগাদ করে সড়কপথে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হলো। 

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক