X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

‘মানুষ আমাকে পুড়িয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০৩:৫২

নিজের কবিতা পাঠ করেন হেলাল হাফিজ ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’

১৯৬৯ সালে লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতার এই লাইনগুলো তরুণদের রক্তে দ্রোহের বীজ ছড়িয়েছিল। ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থে এই ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র সঙ্গে থাকা প্রেমের কবিতাগুলো দিয়ে হেলাল হাফিজ পরিণত হন কালের অন্যতম জনপ্রিয় কবিতে। ২৭টি সংস্করণ বের হওয়া এই একটি বই দিয়ে হেলাল হাফিজ যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তার নজির বাংলা সাহিত্যে আর নেই।

লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করা এই কবি হাজির হলেন লিট ফেস্টের মঞ্চে। উৎসবের শেষ দিনে শনিবার (১৮ নভেম্বর) বাংলা একাডেমির লনে তিনি পড়ে শোনান তার বহুলপঠিত সব প্রেম ও দ্রোহের কবিতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজার সঞ্চালনায় মঞ্চে নিজের লেখা কবিতা আবৃত্তির পাশাপাশি নিজের জীবনের কথাও তুলে ধরেন হেলাল হাফিজ।

হেলাল হাফিজ বলেন, ‘কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর, যা মানুষকে অমরত্ব দেয়, শেষ করে দেয়; লণ্ডভণ্ড করে দেয় মানুষের সংসার। এমন এক শব্দের নেশায় আমি যেদিন বুঁদ হয়েছিলাম, আসক্ত হয়েছিলাম; সেদিন আমি শপথ করেছিলাম- কবিতা দিয়ে বিত্ত নয়, আমি আমার জীবদ্দশায় মানুষ জমাতে চাই। মানুষ আমাকে পুড়িয়েছে, আমিও মানুষকে পুড়িয়েছি।’

বিখ্যাত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা প্রসঙ্গে কবি বলেন, তিনি নিজে কখনও মিছিলে যাননি। তবে সে সময়ের পরিস্থিতি তাকে ভীষণভাবে তাড়িত করেছিল। তারই ফসল এই অবিস্মরণীয় কবিতা। ১৯৪৮ সালে নেত্রকোনায় জন্ম নেওয়া এবং ২০১৩ সালে বাংলা একাডেমি পদক বিজয়ী হেলাল হাফিজ এরপরই সকণ্ঠে আবৃত্তি করেন তার বিখ্যাত সব কবিতা। আর তাতে মুগ্ধ দর্শকসারিতে তখন মুহুর্মুহু করতালি।

দর্শক আসনে বসে কবির সেশনটি উপভোগ করেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ ও আহসান আকবার। তাদের সঙ্গে অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন ও লেখক বেন ওকরিও কবি হেলাল হাফিজের আবৃত্তি উপভোগ করেন।

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
রাজধানীর ভেতরের সড়কে চলেবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ
রাজধানীর ভেতরের সড়কে চলেবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইলে এলজিইডি প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে
টাঙ্গাইলে এলজিইডি প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!