X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

২০ জনের ১০ জনই অন্য রোগ আক্রান্ত ছিলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ১৬:২৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৫

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন, রংপুরের ছবি গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন, আর নারী ছয় জন। এই ২০ জনের মধ্যে ১০ জনই আগে থেকে অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২০ জনের মধ্যে ছয় জন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তিন জন আক্রান্ত ছিলেন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—দুটোতেই আক্রান্ত ছিলেন চার জন। কিডনি রোগে আক্রান্ত ছিলেন ছয় জন আর হার্টের রোগী ছিলেন চার জন। অন্যান্য রোগে আরও দুই জন আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এখানে অন্যান্য রোগে আক্রান্তের বিশ্লেষণে দেখা যাচ্ছে মৃতের সংখ্যা ২৫ জন হয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে মৃতের সংখ্যা ২০ জন জানানো হলেও অন্যান্য রোগে আক্রান্তের বিশ্লেষণে ২৫ হাওয়ার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, 'আমাদের কাউন্টিংয়ে ভুল হয়েছে। দেখা যাচ্ছে, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে আক্রান্ত একই রোগীর তথ্য দুই জায়গায় কাউন্ট হয়েছে। ফলে সংখ্যাটা বেশি দেখাচ্ছে। তবে আগামীকাল থেকে এ সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো।' 

বিজ্ঞপ্তিতে নিয়মিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলা হয়, যারা আগে থেকে দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত তারাসহ বয়োজ্যেষ্ঠরা করোনায় আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি হোন।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। তার বয়স ছিল ৭০-এর বেশি। তিনি বিদেশফেরত ছিলেন না, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন বলে সেদিন সরকার থেকে জানানো হয়।

গত ২৭ আগস্ট কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বয়স্করা যেকোনও রোগের ক্ষেত্রে সবসময় ঝুঁকিপূর্ণ। তারা আগে থেকেই নানা জটিল রোগে আক্রান্ত থাকেন। তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার, হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন। যে কারণে বয়স্করা স্বাভাবিকভাবেই দুর্বল থাকেন এবং সহজেই কাবু হয়ে যান।’

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’