X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

মূল সার্ভারকে পাশ কাটিয়ে এনআইডি জালিয়াতি: ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৭:০১আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৭:০৩

জাতীয় পরিচয়পত্র মূল সার্ভারকে পাশ কাটিয়ে জালিয়াতকারীরা এনআইডি জালিয়াতির চেষ্টা করেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘মূল সার্ভারে কেউ প্রবেশ করতে পারে না। মূল সার্ভারের আগে প্রাইমারি সার্ভার, লেয়ার ওয়াইজে এটা করতে হয়। সুতরাং মূল সার্ভার সুরক্ষিত। জালিয়াতি করে যে এনআইডি করছে, সেটি কিন্তু মূল সার্ভার থেকে নয়। তারা যেহেতু টেকনিক্যালি সাউন্ড, তারা মূল সার্ভারকে পাশ কাটিয়ে এই জালিয়াতির চেষ্টা করছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সাবরিনা ও কুষ্টিয়ার ঘটনাটি দেখলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। যেখানে ২০০৯ এবং ২০১৫ সালের ফিঙ্গার প্রিন্ট, সফটওয়ার দুই রকম। সেগুলো নিয়ে অ্যানালাইসিস করছি, কারা এটি করেছিল, কারা ফিঙ্গার প্রিন্ট নিয়েছিল। ফিঙ্গার প্রিন্ট উদ্দেশ্যমূলকভাবে নিয়েছিল কিনা। সবকিছু নিখুঁতভাবে বের করার চেষ্টা করছি।’

এনআইডির ডিজি বলেন, ‘এনআইডি নিয়ে কোনও অন্যায়কে প্রশ্রয় দেইনি, দেবো না। আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। ঢাকার ১৫টি অফিসে অভিযান চালিয়েছি। যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করেছি এবং তদন্ত কমিটি করেছি। তবে যারা অপরাধ করেনি তারা যাতে কোনও সমস্যায় না পড়ে সেটিও দেখছি। আমরা লালমনিরহাটে এনআইডি জালিয়াতির ঘটনায় অভিযান চালিয়ে ২ জনের অনিয়মের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছি। এ নিয়ে ৫ সদস্যের গঠিত কমিটি যাচাই-বাছাই করে তাদের দোষী সাব্যস্ত করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যাতে দোষীরা শাস্তি পায় সেজন্য সব ব্যবস্থা নিয়েছি।’

তিনি জানান, ২০১৩ সাল থেকে ৩৯ জন কর্মকর্তা কর্মচারীকে অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করেছি। যারা প্রকল্পের কর্মকর্তা তাদের কোনও অনিয়ম পেলে প্রথম চাকরিচ্যুত করতাম। কিন্তু  দেখা গোছে, তারা অনেকে এসব কাজে এক্সপার্ট। তারা বাইরে গিয়ে চক্র করে অনিয়ম করার অপচেষ্টা চালায়। তাই সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনও কর্মকর্তা অনিয়মে জড়িত হন, তাহলে শুধু চাকরিচ্যুত নয় মামলাও করবো। কেউ এনআইডি জালিয়াতিতে জড়িত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় এনআইডি জালিয়াতির বিষয়ে আমি বলবো, একটা পুরো সিস্টেম, যারা এর সঙ্গে জড়িত, তাদের জালিয়াতি। এনআইডি পর্যন্ত আসার আগেই যে জালিয়াতি হচ্ছে, সেগুলোও তো রোধ করতে হবে। মূল শেকড় যদি উঠাতে না পারি, তাহলে কিন্তু এই জালিয়াতি ঠেকানো অত্যন্ত কঠিন। মূল শেকড়টা কারা সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। প্রথম প্রশ্ন, জন্ম নিবন্ধন কে দিচ্ছেন? জন্ম নিবন্ধন যদি দেয়, অনলাইনে যদি আমরা নিবন্ধন সঠিক পাই, তাহলে কিন্তু আইনগতভাবে আমরা জাতীয় পরিচয়পত্র দিতে বাধ্য। যদি জন্ম নিবন্ধন সঠিক পাই, যদি নাগরিকত্ব সঠিক পাই, যদি শিক্ষাগত যোগ্যতা সঠিক পাই, যদি ওয়ারিশন সনদ সঠিক পাই – এসব সঠিক পেলে এনআইডি উইংয়ের পক্ষে এনআইডি না দেওয়া কঠিন আইনগতভাবে। এটা একটা সমন্বিত প্রয়াস। শুধু নির্বাচন কমিশন ও এনআইডি উইংয়ের একার পক্ষে এ ধরনের দুর্নীতি রোধ করা অত্যন্ত কঠিন। এজন্য আমরা পরিকল্পনা করেছি, এ মাসের শেষের দিকে স্থানীয় সরকার, শিক্ষা মন্ত্রণালয়সহ এনআইডি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হবে। সেখানে বিষয়গুলো তুলে ধরবো আমরা। যাতে করে এনআইডি কর্তৃপক্ষের কাছে আসার আগেই বিষয়গুলো ধরা পড়ে যায় বা জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার জালিয়াতি না করতে পারে।’

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিডিআর সদস্যদের জামিন শুনানি ফের পেছালো
বিডিআর সদস্যদের জামিন শুনানি ফের পেছালো
কোটি-ক্লাবে ঈদের যে দুই গান
কোটি-ক্লাবে ঈদের যে দুই গান
আলোচনার উদ্যোগ নেওয়ার পর ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র
আলোচনার উদ্যোগ নেওয়ার পর ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল: বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল: বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?
বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত
বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল