X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

টেস্ট বন্ধ করতে গণস্বাস্থ্যকে ফোন, চিঠি দিয়েছেন ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ২০:১৮আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২০:৫৫

জাফরুল্লাহ চৌধুরী অনুমোদন না থাকার কথা উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনাভাইরাসের আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ রাখতে স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (৩১ আগস্ট) ডা. জাফরুল্লাহ স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বরাবর পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে কেভিড-১৯-সহ অন্যান্য রোগ নির্ণয়ে মলিকিউলার ডায়াগনোস্টিক সেন্টারে আরটিপিসিআর পরীক্ষা এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালু করা প্রসঙ্গে এই চিঠি দেন ডা. জাফরুল্লাহ। এতে তিনি স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে বলেন, সুবিধাজনক সময়ে আমাদের কার্যক্রম পরিদর্শন করে জনগণকে উৎসাহিত করার আবেদন জানাচ্ছি।

চিঠিতে ডা. জাফরুল্লাহ বলেন, আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে পরিচালক, হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে জানান, আপনাদের অনুমোদন নাই এবং আরটিপিসিআর পরীক্ষা এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন। কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আরটিপিসিআর ফর কোভিড-১৯ এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দিতে হবে।

চিঠিতে ডা. জাফরুল্লাহ বলেন, গত ১২ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল পরিচালককে জিআর কোভিড-১৯ আরটিপিসিআর পরীক্ষা এবং প্লাজমা সেন্টারের কার্যক্রম চালু করার জন্য ই-মেইলে চিঠি দেওয়া হয়। কিন্তু তার কাছ কোনও সাড়া পাওয়া যায়নি। তাই আজ ৩১ আগস্ট পুনরায় চিঠি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের পরিচালকের বক্তব্য জনস্বার্থবিরোধী, অবিবেচনাপ্রসূত ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলেও চিঠিতে উল্লেখ করেন ডা. জাফরুল্লাহ। তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ক দুর্বলতা ইতোপূর্বে আমি প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতালকে’ স্বাধীনতার পর ‘গণস্বাস্থ্য ও পুনর্বাসন কেন্দ্র’ নামকরণ এবং ১৯৭৪ সালে সরাসরি নির্দেশের মাধ্যমে হাসপাতাল স্থাপনের জন্য প্রায় ৩১ একর জমি হুকুম দখল করিয়ে দিয়েছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ব্যাপক কার্যক্রম ও সফলতার জন্য বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘স্বাধীনতা দিবস পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

গত ২৪ মের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান হাসপাতাল হিসেবে দেশের প্রচলিত নিয়মে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ, উন্নতমানের যন্ত্রপাতির সহায়তায় স্বল্পমূল্যে কোভিড-১৯-এর আরটিপিসিআর পরীক্ষা এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালু করতে ইচ্ছুক। আশা করি আপনার কাছ থেকে যথাযথ সহায়তা এবং দ্রুত অনুমোদন পাবো।

আরও পড়ুন- করোনার আরটিপিসিআর টেস্ট চালু করলো গণস্বাস্থ্য কেন্দ্র 

 

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ
বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী
বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর