কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে এবার নবম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম অনলাইনে শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রতি একজন শিক্ষার্থীর নিবন্ধন ফি ১৬৩ টাকা। আর বিলম্বসহ নিবন্ধন ফি ৩০৩ টাকা। অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে প্রতিষ্ঠান থেকে। নিবন্ধন করতে শিক্ষার্থীর শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।
নিবন্ধন কার্যক্রমে কোনও ভুল হলে শিক্ষাপ্রতিষ্ঠান দায়ী থাকবে। উল্লেখ্য, রবিবার (১৬ আগস্ট) থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু নির্দেশনা দেওয় হয়েছে।