X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে জঙ্গিবাদ নির্মূল সম্ভব না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১২:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১২:৫৪

 

 

তথ্য প্রবাহের ক্ষেত্র নিয়ন্ত্রণ করলে বিকৃত আকারে মানুষের কাছে যায়। ফেসবুক বন্ধ করে দিলে দেখা গেছে অন্যভাবে খোলা যায়। মূল বিষয় হলো, জঙ্গিবাদের শুরুটা যখন শুরু হলো আমরা মনোযোগ দিইনি। সাংবাদিক মানিক সাহা,  হারুনউর রশীদ হত্যাকাণ্ড ঘটেছে যখন তখন আমরা রাজনীতিটাকে ধরতে চাইনি।

চলমান জঙ্গি সংকটের সময়ে সোশ্যাল মিডিয়া, তার যোগসূত্র ও ভূমিকা বিষয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকিতে একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা একথা বলেন। ‘সোশ্যাল মিডিয়ার যুগে জঙ্গিবাদ’ শীর্ষক এই বৈঠকিতে তিনি বলেন, এর উত্থান ও হামলাগুলোর পিছনে স্থানীয় রাজনীতির একটা প্রভাব আছে। যেকোন দেশের হামলা স্থানীয় রাজনীতি তাদেরকে সহায়তা করেছে। এই রাজনীতি শক্তিটা ইন্টারনেটে শক্তিশালী হয়েছে আগে। সমাজ যতটা যুক্ত হওয়া দরকার ছিল সেটা হয়নি।

সৈয়দ ইশতিয়াক রেজা

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া মনিটর করার জন্য বাইরের কোম্পানি কাজ করছে। কোম্পানিগুলো, পত্রিকাগুলো যদি সোশাল মিডিয়া ক্যাম্পেইন পাবলিক রিঅ্যাকশনগলো নিয়ে কাজ করতে পারে, সরকার কেন পারবে না। নিয়ন্ত্রণ করে নির্মূল সম্ভব হবে না। যেকোনও ঘটনা ঘটলে রিঅ্যাক্ট করি দ্রুত কিন্তু আগে থেকে ভাবি না। ভেবে দেখা দরকার কী এক আদর্শ নিম্ন উচ্চবিত্তের সন্তানদের এক ছাদে চলে আসছে। যারা মোটিভেট করছে তারা সফল। আমার মনে হয়, মধ্যবিত্ত অপরারেশন পরিচালনা করছে। তাদের সম্পৃক্ততা আছে,  এটি খাটো করে দেখার সুযোগ নেই।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, অপরাধ বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিয়া রহমান, বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ, টেলিকম বিশেষজ্ঞ আবু সায়িদ খান, তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির, ব্লগার ও লেখক আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

ছবি: নাসিরুল ইসলাম।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত