কল্যাণপুরে নিহত জঙ্গি আকিফুজ্জামান খানও নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ও পূর্ব পাকিস্তানের গভর্ণর মোনায়েম খানের নাতি বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাতীয় পরিচয়পত্রের আঙ্গুলের ছাপ পরীক্ষা করে আকিফুজ্জামান খানের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তার বাবার নাম সাইফুজ্জামান খান ও মায়ের নাম শাহানাজ নাহার। গুলশানের ১০ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে থাকেন তারা। তার এনআইডি নম্বর- ২৬১১০৬০০১০০৬। জন্ম ১৯৯২ সালের ১১ সেপ্টেম্বর।
কল্যাণপুরে পুলিশের অপারেশন স্টর্ম-২৬ অভিযানে অপর আট জঙ্গির সঙ্গে আকিফুজ্জামান খানও মারা যায়। তার বাবা সাইফুজ্জামান কয়েক বছর আগেই মারা যান। জঙ্গি আকিফুজ্জামান দেশের বাইরেও পড়ালেখা করেছেন বলেও জানান গোয়েন্দারা।
জেইউ/ এপিএইচ/