X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২
ডিএমপি কমিশনারের আক্ষেপ

হত্যাকারীদের ধরতে সহায়তা করেনি পথচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১২:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৩:০৮

 

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া কলাবাগানে জোড়া খুনের হত্যাকারীরা যখন দৌড়ে পালাচ্ছিল তখন পুলিশ তাদের জাপটে ধরলেও পথচারীরা কেউ এগিয়ে আসেনি বলে অনুযোগ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, ‘যখন পুলিশ সদস্যরা তাদের জাপটে ধরেছিলেন, তখন মানুষ যদি এসে আমাদের সহযোগীতা করত, তাহলে কিন্তু সন্ত্রাসীদের আমরা ধরে রাখতে পারতাম। কিন্তু সেটা  পারিনি।’

বুধবার ডিএমপির কনফারেন্স রুমে ইসলামী ব্যাংক থেকে উপহার হিসেবে তিনটি পিকআপ ভ্যান গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অনুযোগ করেন।

কমিশনার বলেন,‘এদেরকে শনাক্ত করার জন্য, এরা কারা, কেন খুন করেছে, সেগুলোর জন্য আমাদের চৌকস তদন্তকারী দল কাজ করে যাচ্ছে। ডিবি, সিটি, সিআইডি, থানা পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা  যৌথভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের এক ধরনের বিপদগামী লোক যারা দেশের আইনশৃঙ্খলা অবনতি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, এই ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড করে নৈরাজ্য সৃষ্টির একটি অপপ্রয়াস দির্ঘদিন ধরে করে যাচ্ছে। আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি। সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নিজেদের বিভিন্ন কলাকৌশল আছে। সেক্ষেত্রে আমাদের ৯০ শতাংশ সফলতা আছে। বর্তমানে যে ঘটনাটা ঘটেছে, সেটাও দৃঢ়ভাবে বিশ্বাস করি উদঘাটন হবে। অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সেজন্য আমাদের একটু সময় দিতে হবে। ইতিমধ্যে আমাদের তদন্তকারীদল চারদিকে মাঠে নেমেছে। এই ব্যাপারে তারা কাজ করছে।’

নগরবাসীর প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীকে বিনীতভাবে অনুরোধ করব, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। জনমত গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যে ভাড়াটিয়াদের তথ্যসংগ্রহ করেছি, কারণ আমরা নিশ্চিত এই জঙ্গিরা সাময়িক সময়ের জন্য বাসাভাড়া নিয়ে এই কর্মগুলো করছে। বাসাভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা যদি তাদের জাতীয় পরিচয় পত্র দেখে নিশ্চিত হয়ে ভাড়া দেন , তাহলে এই ধরনের কাজ কেউ করতে পারবে না। আর যদি করে তাহলে তাদের ধরা যাবে। তাই আমি বলব সবাই ভাড়াটিয়াদের তথ্য নিন। সন্দেহভাজনদের বিষয়ে পুলিশকে তথ্য দিন।’

আরও পড়ুন:  হত্যাকারীদের ধরতে সহায়তা করেনি পথচারীরা   নিজামীর রিভিউ নিয়ে জামায়াতের মরণ কামড়!

তিনি বলেন, ‘গোপীবাগের ছয় খুন এবং পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা একই ধরনের মামলা।একটি গ্রুপ পীর-আউলিয়াদের শরীয়ত বিরোধী মনে করে। এই গ্রুপটা তাদের হত্যা করে।এরা লোকাল গ্রুপ কিছু জঙ্গি। আমরা তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।এগুলো সংগ্রহ, সমন্বয় ও তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারবো।’

ডিএমপি কমিশনার বলেন, সারাদেশে জঙ্গি সংশ্লিষ্ট ২১টি মামলার মধ্যে ১৬টির রহস্য উদঘাটনে আমরা সক্ষম হয়েছি। এর মধ্যে ১১টি মামলা ঢাকার।  ঢাকার মামলাগুলো মধ্যে পুলিশ ৫টি মামলার চাজর্শিট  দিয়েছে।

/এআরআর// এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৫)
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের